সরকারি চাকরির খবর বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ কাস্টমস নিয়োগ পদ ৭৬ টি। Customs Job Circular 2025। বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Customs Job Circular 2025) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ শুল্ক বিভাগ কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cbc.gov.bd-এ প্রকাশ করেছে। কাস্টমস অফিসে বিভিন্ন পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ কাস্টমস |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের দিন: | ২৯ এপ্রিল, ২০২৫ |
পদসংখ্যা ও জনবল: | ১১ টি পদ ৭৬ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদনের শুরু: | ০৬ মে, ২০২৫ |
আবেদনের শেষ সময়: | ১২ জুন, ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | বাংলাদেশ কাস্টমস |
সরকারি চাকররি খবর (বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
বাংলাদেশ কাস্টমস নিয়োগ এর পদের নাম ও শূন্যপদ এবং বিস্তারিত :-
১। পদের নাম: হিসাব রক্ষক
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
পদ সংখ্যা: ০১ টি।
গ্রেড: ১১।
বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০/- টাকা।
২। পদের নাম: সাঁট লিপিকার কাম – কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৮০ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ শব্দ।
পদ সংখ্যা: ০১ টি।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা।
৩। পদের নাম: উচ্চমান সহকারী
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ শব্দ।
পদ সংখ্যা: ০৯ টি।
গ্রেড: ১৪।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা।
৪। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম – কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; ০২ টি (গ) সাঁটলিপি নোট প্রতিলিপিকরণে সর্বননিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৭০ শব্দ; এবং (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ শব্দ।
পদ সংখ্যা: ০২ টি।
গ্রেড: ১৪।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা।
৫। পদের নাম: ক্যাশিয়ার
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী; তবে শর্ত থাকে যে, বাণিজ্যে স্নাতক ডিগ্রীধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
পদ সংখ্যা: ০৩ টি।
গ্রেড: ১৪।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা।
৬। পদের নাম: ডাটা-এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা | সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদ সংখ্যা: ০১ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৭। পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; মুদ্রাক্ষরিক ৯৩০০- ০৬ টি (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ২০ শব্দ; এবং (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি
চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যা: ০৬ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৮। পদের নাম: গাড়ীচালক
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
পদ সংখ্যা: ০৪ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৯। পদের নাম: সিপাই
শিক্ষাগত যোগ্যতা:কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। উচ্চতা পুরুষ ন্যুনতম ৫’-৪” (পুরুষ), মহিলা ন্যুনতম ৫’-২”। উভয়ক্ষেত্রে বুকের মাপ ৩০” হতে ৩২”।
পদ সংখ্যা: ৩৪ টি।
গ্রেড: ১৭।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
১০। পদের নাম: ডেসপাচ রাইডার
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানেরজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; এবং
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
পদ সংখ্যা: ০১ টি।
গ্রেড: ১৮।
বেতন স্কেল: ৮,৮০০ – ২১,৩১০/- টাকা।
১১। পদের নাম: অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতা:কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদ সংখ্যা: ১৪ টি।
গ্রেড:২০।
বেতন স্কেল: ৮,৮০০ – ২১,৩১০/- টাকা।
সরকারি চাকরির খবর বাংলাদেশ কাস্টমস চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ নিয়োগ এর শর্তাবলী:-
- ০১/০৫/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, বিভাগীয় প্রার্থী হিসেবে (i) উচ্চমাত্র সহকারী, (ii) সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও (iii) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেবিট গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে।
- সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন।
- এ ক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ কাস্টমস অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:-
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে http://rangpurvat.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:-
Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮/০৫/২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০.০০ টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১২/০৬/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ০৫.০০ টা।
“উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র দাখিল এর সময় থেকে ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।”
(খ) ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) সংক্রান্ত:-
ছবি (Photo) আপলোড: Online আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্যxপ্রস্থ) ৩০০x300 Pixel এর কম বা বেশি নয় (File Size 100 KB এর বেশি গ্রহণযোগ্য নয়) এবং অনধিক ০৩ (তিন) মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদাকালো ছবি গ্রহণযোগ্য হবে না। Applicant’s Copy তে প্রার্থীর ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
স্বাক্ষর (Signature) আপলোড: Online আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্যxপ্রস্থ) ৩০০x৮০ Pixel এর কম বা বেশি নয় (File Size 60 KB এর বেশি গ্রহণযোগ্য নয়) এরুপ মাপের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant’s Copy তে প্রার্থীর স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। Home page এর (Photo & Signture Validator) Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
(গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত কপি জমা দিবেন।
আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি প্রদান এবং অন্যান্য নিয়মাবলী:-
আবেদন প্রক্রিয়া ও আবেদনপত্র পূরণ ও সাবমিট:-
১. অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
২. আবেদনপত্র সাবমিট করার পর কম্পিউটারে ছবিসহ Applicant Preview দেখা যাবে।
৩. একটি Applicant’s Copy (ছবি ও স্বাক্ষরসহ) পাবেন।
৪. যদি ভুল বা অস্পষ্ট ছবি/তথ্য থাকে তবে নতুন করে আবেদন করতে হবে।
আবেদন ফি প্রদানের আগে নিশ্চিতকরণ:
আবেদন ফি জমাদানের আগে Applicant’s Copy পরীক্ষা করে নিশ্চিত করুন সঠিক তথ্য ও ছবি রয়েছে।
PDF কপি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।
আবেদন ফি প্রদান না করা পর্যন্ত আবেদন গৃহীত হবে না।
সরকারি চাকরির খবর বাংলাদেশ কাস্টমস নিয়োগ এর পরীক্ষার ফি প্রদান:-
প্রার্থীকে নির্ধারিত ফি নিম্নলিখিত নিয়ম অনুসারে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
ফি পরিমাণ:
১নং ক্রমিক পদের জন্য ৳১৬৮ (ফি ও সার্ভিস চার্জসহ)।
২-৮নং ক্রমিকের পদের জন্য ৳১১২।
৯-১১নং ক্রমিকের পদের জন্য ৳৫৬।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে ৳৫৬।
ফি প্রদান পদ্ধতি (SMS এর মাধ্যমে):–
প্রথম SMS: RANGPURVAT User ID
Example: RANGPURVAT ABCDEF Send to 16222
Reply এ আপনার নাম, ফি পরিমাণ ও PIN নম্বর পাওয়া যাবে।
দ্বিতীয় SMS: RANGPURVAT Yes PIN
Example: RANGPURVAT Yes 12345678 Send to 16222
Reply এ User ID এবং Password প্রাপ্তি নিশ্চিত করা হবে। এটি ভবিষ্যতে সংরক্ষণ করুন।
সরকারি চাকরির খবর বাংলাদেশ কাস্টমস নিয়োগ এর প্রবেশপত্র ডাউনলোড:-
আবেদন গ্রহণের সময়সীমা শেষে প্রার্থীদের প্রবেশপত্রের বিষয়টি জানানো হবে।
প্রার্থীরা ওয়েবসাইট http://rangpurvat.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করবেন।
লিখিত, মৌখিক এবং প্রযোজ্যক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রবেশপত্র প্রদর্শন বাধ্যতামূলক।
পাসওয়ার্ড/আইডি পুনরুদ্ধার:-
User ID জানা থাকলে:
RANGPURVAT HELP User User ID
Example: RANGPURVAT HELP USER ABCDEF Send to 16222
PIN জানা থাকলে:
RANGPURVAT HELP PIN PIN নম্বর
Example: RANGPURVAT HELP PIN 12345678 Send to 16222
পরীক্ষার নির্দেশিকা:-
নিম্নলিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে:
লিখিত পরীক্ষা: (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান)।
ব্যবহারিক পরীক্ষা: (প্রযোজ্য ক্ষেত্রে)।
মৌখিক পরীক্ষা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্র প্রদর্শন/জমা দিতে হবে:-
১. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. নাগরিকত্বের সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড কাউন্সিল থেকে)।
৩. চারিত্রিক সনদ।
৪. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন।
৫. আবেদনপত্র ও প্রবেশপত্রের প্রিন্ট কপি।
৬. কোটাপ্রার্থীর ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদপত্র।
৭. গাড়িচালক পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:-
প্রার্থীর দায়িত্ব:
আবেদনপত্র পূরণ এবং টাকা জমার কাজ প্রার্থী নিজ দায়িত্বে করবেন।
কোনো প্রতারণা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
যোগাযোগ:
সমস্যার ক্ষেত্রে টেলিটক নম্বরে (১২১) কল করুন অথবা ইমেইল করুন ([email protected] বা [email protected])।
নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট তথ্য:-
ওয়েবসাইট লিঙ্ক: www.rangpurvat.gov.bd
টেলিটকের জব পোর্টালস থেকেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
কোটানীতি অনুসরণ:
নিয়োগ প্রক্রিয়ায় সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
নিয়োগ পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত:-
নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শূন্য পদের সংখ্যা পরিবর্তন বা বিজ্ঞপ্তি সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments