জব সার্কুলার রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। Job Circular। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি জীবন বীমা কর্পোরেশনে নিম্নবর্ণিত ৫৯ টি শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদপত্র আহবান করা হয়েছে। আবেদন করার বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলী নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের নাম | রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইন |
পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদে ৫৯ জন নিয়োগ |
আবেদন শুরুর তারিখ: | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদন শেষে তারিখ: | ১৮ মার্চ, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানে |
সরকারি চাকরির খবর (রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি) Govt Job Circular 2025
রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: সহকারী ম্যানেজার
পদ সংখ্যা: ৫৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: (কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, ৩ বছর মেয়াদী অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে)।
গ্রেড: ০৯ তম।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
সরকারি চাকরির খবর রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগ এর শর্তাবলী:-
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
- (ক) আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online এ রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে৷ অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
- (খ) গত ২৭ এপ্রিল, ২০২২খ্রিঃ তারিখের 53.19.9001.002.11.057.22-545 নম্বর স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নাই।
- আবেদনকারীর বয়স :
(ক) ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
(খ) বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।
(গ) বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। - সরকারি/আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে। অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
- আবেদনের সময় বিভাগীয় প্রার্থী (জীবন বীমা কর্পোরেশনে কর্মরত) কর্তৃক বিভাগীয় প্রার্থীর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:-
আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(ক) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭-০২-২০২৫ খ্রিঃ, সকাল: ১০.০০ ঘটিকা
(খ) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮-০৩-২০২৫ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
(গ) নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্ত ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে;
(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন |
(ঘ) প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
Teletalk Pre- Paid Mobile User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাঃ ২০০/-, টেলিটকের কমিশন (১০%=২০/-) ও কমিশনের উপর ভ্যাট (১৫%=৩/-)সহ প্রত্যেক প্রার্থীকে সাকুল্যে টাঃ ২২৩/-(দুইশত তেইশ টাকা) জমা দিতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য “Online আবেদনপত্রের সকল অংশপূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS: JBCUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: JBC ABCDEF send to 16222
Reply: Applicant’s Name, Tk-223 will be charged as application fee. Your PIN is 12345678 to pay fee, type JBCYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: JBC Yes PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: JBC Yes 12345678 send to 16222.
Reply: Congratulations! Applicant’s Name, payment. completed successfully for examination fee. User ID is (XXXXXXXX) and password (XXXXXXXX).