চাকরির খবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। Job Circular 2025। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মধ্যে সম্পাদিত বাস্তবায়ন চুক্তির (Implementation Agreement) আওতায় নির্দিষ্ট প্রকল্পের মেয়াদকাল পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম | শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | ডাকযোগে |
পদসংখ্যা ও জনবল: | ০৪ টি পদে ০৪ জন নিয়োগ |
আবেদন শুরুর তারিখ: | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদন শেষে তারিখ: | ২২ মার্চ, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় |
সরকারি চাকরির খবর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি) Govt Job Circular
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: Information and Knowledge Management Officer (Programmer)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা:–
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান / ইঞ্জিনিয়ারিং, এমআইএস/তথ্য ব্যবস্থাপনা Information Technology বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি।
- খ) সরকারি / বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে (Website development, programming. web development, and database management, LAN with windows and Linux server ইত্যাদি বিষয়ে) কমপক্ষে ০৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
- গ) PHP, Laravel, MySQL, Oracle others Necessary Vendor Certification প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ঘ) Knowledge of RESTful APIs, MVC (Model-View-Controller) Pattern, JDBC (Java Database Connectivity), Vuetify, MySQL, MangoDB, graphQl, Vue Apollo and integration with third-party services.
- ঙ) ILO and DIFE কর্তৃক প্রদত্ত Job descriptions অনুসারে কার্য পরিচালনা করবে হবে।
- চ) বাংলা ও ইংরেজিতে যে কোনো রিপোর্ট তৈরির দক্ষতা থাকতে হবে।
গ্রেড: ০৫ তম।
বেতন: ৪৩০০০-৬৯৮৫০/- টাকা।
২। পদের নাম: Information and Knowledge Management Officer (Data Base)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা:–
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান / ইঞ্জিনিয়ারিং, এমআইএস/তথ্য ব্যবস্থাপনা/ | Information Technology বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি।
- (খ) সরকারি / বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে (database management, data analysis, and data visualization, IT relevant, Website development, upgradation and maintenance of web based application, LAN with windows and Linux server | ইত্যাদি বিষয়ে) কমপক্ষে ০৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
- গ) Proven experience as a Database Administrator (DBA) with expertise in MySQL, MariaDB, Oracle.
- ঘ) Experience with other database technologies such as MySQL, MariaDB, Oracle, nosql database.
- ঙ) Knowledge of cloud-based database management systems (e.g. AWS RDS, Google Cloud SQL, Huawei RDS).
- চ) Strong technical skills in database management systems, data analytics platforms, and data visualization tools
- ছ) ILO and DIFE কর্তৃক প্রদত্ত Job descriptions অনুসারে কার্য পরিচালনা করবে হবে।
- জ) বাংলা ও ইংরেজিতে যে কোনো রিপোর্ট তৈরির দক্ষতা থাকতে হবে।
গ্রেড: ০৬ তম।
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
৩। পদের নাম: Labour Inspection Officer (শ্রম পরিদর্শন কর্মকর্তা)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা:–
- ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স / Labour Law Industrial law relations
- বা সমমান।
- (খ) সরকারি / বেসরকারি প্রতিষ্ঠানে এর শ্রম আইন, শ্রম পরিদর্শন, শ্রম সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ক কাজের ০৫ বৎসরের অভিজ্ঞতা।
- গ) Programme Work Planning and Monitoring, Conception and Organization of Events, Capacity Building of Labour Inspectors, Strategic Compliance Planning and Policy Development, Documentation and Reporting, Gender, Communication and Collabration & Occopational Safety and Health কাজে অভিজ্ঞতা সম্পুন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ঘ) বাংলা ও ইংরেজিতে যে কোনো রিপোর্ট তৈরির দক্ষতা থাকতে হবে।
- ঙ) কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে Word & Excel Processing / Data Entry, Typing, Power point presentation ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে হবে।
গ্রেড: ০৯ তম।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
৪। পদের নাম: MLSS
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা:–
- ০১) এসএসসি বা সমমানের পাস ।
- ০২) দায়িত্ব:
- ক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অফিসিয়াল চিঠিপত্র ও প্রয়োজনীয় তথ্যাদি আদান প্রদান।
- খ) আগত অতিথিদের আপ্যায়ন এবং তার প্রশ্নের জবাব প্রদান, অতিথিকে চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করানো।
- গ) বিভিন্ন মিটিং, সেমিনার বা ওয়ার্কসপে নিদের্শ মোতাবেক সহায়তা প্রদান।
- ঘ) নিয়মানুসারে অফিস এরিয়া ও ডেস্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
- ঙ) দাপ্তরিক প্রয়োজনীয় কাগজপত্র নথিভুক্ত করা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট প্রেরণ ও দাপ্তরিক কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
সরকারি চাকরির খবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ এর শর্তাবলী:-
১। আবেদন আগামী ২২/০৩/২০২৫ ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে ‘মহাপরিদর্শক’ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (লিফটের- ১০), ১৯৬, শ্রম ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০ এর নিকট ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।
খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা দুই (০২) কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (ইংরেজিতে লিখা/প্রিন্ট ক্রমিক নং ০১, ০২ ও ০৩ পদের জন্য), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত
করতে হবে।
২। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছরের হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিল যোগ্য ।
৩। আবেদন যাচাই বাছাই এরপর উপর্যুক্ত প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষার অংশগ্রহণ জন্য ডাকা হবে
৪। প্রার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না ।
৫। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
৬। আবেদনপত্র যাচাইবাছাই পূর্বক লিখিত/মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৭। নির্বাচিত প্রার্থীদের (ক্রমিক নং 01, 02 ও 03)ILO and DIFE কর্তৃক প্রদত্ত Job descriptions অনুসারে কার্য সম্পাদন করতে হবে।
৭। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।