চাকরির খবর পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
Police Super Office Job Circular 2025। পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার কার্যালয়ের বর্ণিত শূণ্যপদ অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরম/ ছক মোতাবেক আবেদনপত্র (ডাকযোগে/সরাসরি) আহবান করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নাম | পুলিশ সুপারের কার্যালয় |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ০৩ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/সরাসরি |
পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদে ০১ জন নিয়োগ |
আবেদন শুরুর তারিখ: | ০৩ মার্চ, ২০২৫ |
আবেদন শেষে তারিখ: | ২০ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | পুলিশ সুপারের কার্যালয় |
চাকরির খবর (পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি) Govt Job Circular
পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অফিস (জাতীয় বেতন উত্তীর্ণ।
(খ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে।
(গ) প্রার্থীকে অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সু-স্বাস্থ্য অধিকারী হতে হবে।
গ্রেড: ২০ তম।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর।
বেতন: ৮২৫০-২০০১০/- টাকা।
আবেদনপত্রের সাথে সংযুক্তি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রের বর্ণনা:-
১। সদ্য তোলা ০৪(চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
২। নিজ এলাকায় পৌরসভার মেয়র/প্রশাসক কিংবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত স্থায়ী নিবাস সংক্রান্ত নাগরিকত্ব সনদপত্র ১ (এক) কপি (যে ক্ষেত্রে যা প্রযোজ্য)।
৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকতা কর্তৃক সত্যায়িত) ১(এক) কপি।
৪। প্রত্যয়ন/সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সু-স্পষ্ট নাম, আইডি নং-,পদবী ও সীল থাকতে হবে।
৫। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসাবে চাকুরী প্রার্থীকে আবেদনের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৬। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং ১৪২২৩২৬ তে ৫০/- (পঞ্চাশ) টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি (১ম) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ এর শর্তাবলী:-
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(খ) প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রানালয়ের প্রশাসন-১ শাখায় ২৯.১২.২০১৪ খ্রি: তারিখের 05.110.000.0000.0৮৯.১৪-০১ নং স্মারকে প্রণীত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম https://www.mopa.gov.bd/ 3 https://tangail.police.gov.bd/ ওয়েবসাইটে অথবা নিম্নস্বাক্ষরকারীর অফিসে পাওয়া যাবে।
(গ) স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্বের সনদপত্র জাল প্রমাণিত হলে আবেদনকারীর আবেদন/নিয়োগপত্র সরাসরি বাতিল করা হবে এবং আবেদনকারী ও সনদপত্র প্রদানকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঘ) প্রার্থীর বয়স সীমা ২০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বৎসর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত সর্বশেষ বিধি অনুসরণ করা হবে।
(চ) সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনী বোর্ডের নিয়ন্ত্রণাধীনে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করে কৃতকার্য হতে হবে।
(ছ) সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
(জ) খামের উপরে মোটা অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। পদের নাম, প্রার্থীর নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক ১০/-(দশ) টাকা মূল্যের ডাক টিকিট লাগানো একটি ১০ ×৪ ́ খাম আবেদনের সাথে দাখিল করতে হবে।
(ঝ) আগামী ২০/০৪/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। (ঞ) প্রার্থীকে তার যোগ্যতা সম্পর্কে সকল প্রকার সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে।
(ট) প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
Job Circular 2025 পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-
(সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৫ মার্চ ২০২৫)
0 Comments