চাকরির নিয়োগ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
JSTU Job Circular 2025। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডের শূন্য পদসমূহে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নির্ধারিত শর্তাবলী ও পদ্ধতি অনুসরণ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১৬ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | ডাকযোগে |
পদসংখ্যা ও জনবল: | ২৯ টি পদে ৪৬ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ১৬ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ২৭ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
চাকরির খবর (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫) Job Circular 2025
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
গ্রেড৩ থেকে ২০ পর্যন্ত বিভিন্ন পদ:-
১। পরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-৩)
২। সিনিয়র সিস্টেমস অ্যানালিস্ট (গ্রেড-৪)
৩। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-৫)
৪। নির্বাহী প্রকৌশলী, সিভিল (গ্রেড-৬)
৫। সহকারী পরিচালক, অর্থ ও হিসাব (গ্রেড-৭)
৬। সেকশন অফিসার (গ্রেড-৯)
৭। অডিট অফিসার (গ্রেড-৯)
৮। ফিজিক্যাল ইন্সট্রাক্টর (গ্রেড-৯)
৯। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০)
১০। সহকারী বাজেট কর্মকর্তা (গ্রেড-১০)
১১। প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০)
১২। হল সুপার (ছাত্র হল-১ এবং ছাত্রী হল-১) (গ্রেড-১০)
১৩। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-১০)
১৪। উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) (গ্রেড-১০)
১৫। স্টাফ নার্স, মহিলা (গ্রেড-১০)
১৬। নেটওয়ার্ক টেকনিশিয়ান (গ্রেড-১১)
১৭। কেয়ারটেকার, ছাত্র হল ও ছাত্রী হল (গ্রেড-১১)
১৮। ক্যাটালগার (গ্রেড-১১)
১৯। টেকনিশিয়ান (জিওলজি বিভাগ) (গ্রেড-১৩)
২০। স্টোর কিপার (গ্রেড-১৩)
২১। অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬)
২২। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৬)
২৩। ড্রাইভার (গ্রেড-১৬)
২৪। ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬)
২৫। ল্যাব এটেনডেন্ট (সিএসই) (গ্রেড-১৯)
২৬। বাবুর্চি (গ্রেড-১৯)
২৭। স্টোর এটেনডেন্ট (গ্রেড-২০)
২৮। অফিস সহায়ক (গ্রেড-২০)
২৯। পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০)
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ এর শর্তাবলী:-
১। আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত ছক অনুযায়ী ৫সেট আবেদনপত্র ২৭ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৪ টার মধ্যেরাষ্ট্রীয় ডাকযোগে রেজিস্ট্রার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর-২০১২ ঠিকানায় পাঠাতে হবে। কুরিয়ার বা সরাসরি পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
২। পূর্বে আবেদনকারীদের ক্ষেত্রে: গত ১৬/০৩/২০২৩ তারিখে ‘দৈনিক ইত্তেফাক‘ ও ‘দ্য ডেইলি সান, ২৭/০৯/২০২৩ তারিখে ‘দৈনিক জনকণ্ঠ ও দ্য নিউ নেশন’, ১৫/০৩/২০২৪ তারিখে ‘দৈনিক ইত্তেফাক ও দ্য ডেইলি স্টার‘ এবং ০৯/০৭/2024 তারিখে দৈনিক ইত্তেফাক‘ ও ‘দ্য নিউ নেশন‘ – পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
৩। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ আবেদন ফি:-
১০ম গ্রেড ও তদূর্ধ্ব পদের জন্য: ২০০/- টাকা।
১১তম গ্রেডের জন্য: ১৫০/- টাকা।
১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য: ১০০/- টাকা।
১৭ থেকে ২০তম গ্রেডের জন্য: ৫০/- টাকা।
”ফি জনতা ব্যাংক পিএলসি-এর যেকোনো শাখাতে ‘রেজিস্ট্রার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ -এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আকারে জমা দিতে হবে।”
৪। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ আবেদনপত্রে সংযোজনীয় কাগজপত্র:-
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত ছবি।
- সকল একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি (যদি প্রযোজ্য হয়)।
- জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদপত্রের সত্যায়িত কপি।
- ১০ টাকা মূল্যের ডাক টিকিট ও ঠিকানাসহ একটি ফেরত খাম (ব্রাউন কালার)।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ শর্তাবলী: প্রার্থীদের স্ব-স্ব নিয়োগকারীকর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। অগ্রিমআবেদন গ্রহণযোগ্য নয়।
৬। অযোগ্যতা: অসম্পূর্ণ, স্বাক্ষরহীন আবেদনপত্র এবং পূর্ব অপরাধবা চাকরি থেকে অপসারিত প্রার্থীরাআবেদন করতে পারবেন না।
৭। বিশেষ প্রয়োজনীয়তা: প্রতিটি ধাপে সঠিক তথ্য প্রদান আবশ্যক। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে UGC-এর সনদের প্রয়োজন।
৮। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ অন্যান্য শর্তাবলী:-
আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
আবেদনকৃত পদের নিয়োগ বা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা নেই।
গুরুত্বপূর্ণতথ্য:-
১। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করাহবে না।
২। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো তথ্য গোপনকরা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
৩। আবেদনের পদের সংখ্যা প্রয়োজনেকম বা বেশি করাহতে পারে।
যোগাযোগ: (মোহাম্মদ নূর হোসেন চৌধুরী) রেজিস্ট্রার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
0 Comments