সরকারি চাকরির খবর আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
Ansar Battalion Job Circular 2025। আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত থেকে অপারেশন উত্তরণে এবং সমতলে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে কাজ করে। সিপাহি পদে যোগ্যতাসম্পন্ন শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | আনসার ব্যাটালিয়ন |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ২২ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন |
আবেদন শেষ সময়: | ২৪ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ১২ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | আনসার ব্যাটালিয়ন |
Job Circular in BD (আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular
আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
আনসার ব্যাটালিয়নে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা:-
উচ্চতা (সর্বনিম্ন): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন (ন্যূনতম): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
বুকের মাপ: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮- ৮৬.৩৬ সে. মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২- ৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জেলা: সকল জেলা হতে সিপাহি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত ।
বিশেষদ্রষ্টব্য: সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন করার নিয়ম/পদ্ধতি:-
- ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট এ “আনসার ব্যাটালিয়ন এর সিপাহি পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। উক্ত লিংকটি ২৪ মার্চ, ২০২৫ খ্রিঃ তারিখ হতে ১২ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
- অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরতযোগ্য ।
- আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোন জটিলতায় প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকার মধ্যে ০৯677112244 ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে।
- আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
বাছাইয়ের স্থান, তারিখ ও সময় :-
বাছাইয়ের স্থান : বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর।
বাছাইয়ের তারিখ ও সময় : অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ:-
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই Blood Sugar HbAIC, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করা হবে। উল্লেখ্য Blood Sugar, HbAIC এবং Serum Cretinine পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।
সনদ/কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে :-
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি ।
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত ফটোকপি।
- অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তক প্রতিস্বাক্ষরিত।
- প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র (Applicant Copy) ও প্রবেশপত্র।
- লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল সনদপত্রের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
- প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে।
প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ-সুবিধা:-
প্রশিক্ষণের স্থান:- বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর।
প্রশিক্ষণকাল:- ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ০৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে।
প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:-
বিধি মোতাবেক পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
নিয়োগ ও চাকরির সুবিধাদি বেতন ও গ্রেড: ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৯০০০-২১৮০০/-)
বিধি মোতাবেক অন্যান্য প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আনসার ব্যাটালিয়ন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া:-
মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে আনসার ব্যাটালিয়নে যোগদান করতে হবে।
দুই বছরের শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্ত হলে সিপাহি পদে স্থায়ী করা হবে।
আনসার ব্যাটালিয়ন নিয়োগ অন্যান্য সুযোগ-সুবিধা:-
বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকিভাতা ও চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
নিজ ও পরিবারের নির্ধারিত সদস্যদের জন্য সরকারি ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন প্রদান করা হবে।
সাধারণ নির্দেশনাবলি:-
- কর্তৃপক্ষ নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য সম্পর্কে তদন্তে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে চাকরি হতে অব্যাহতি/বরখাস্তকরণসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে দাখিলকৃত প্রমাণক যাচাই অন্তে সঠিক না হলে প্রার্থীকে অব্যাহতি/চাকরিচ্যুত/বরখাস্ত করা হবে।
- ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত, ভুল বা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্তকৃত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
- পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলেই সিপাহি পদে নিয়োগ প্রদান করা হবে।
আনসার ব্যাটালিয়ন নিয়োগ এর বিশেষ দ্রষ্টব্য:-
মুক্তিযোদ্ধা কোটার প্রমাণপত্র:-
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র প্রয়োজন।
আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র দাখিল করতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য:- যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/সত্যায়িত সনদপত্র দাখিল করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ২৪ মার্চ ২০২৫।
আবেদন শেষের তারিখ: ১২ এপ্রিল ২০২৫।
নিয়োগ সংক্রান্ত অতিরিক্ত শর্তাবলি:-
- নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর আইন, বিধি-বিধান ও নীতিমালা প্রযোজ্য হবে।
- এই বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না। - কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো প্রার্থীর আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
0 Comments