সরকারি চাকরির খবর নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫।
নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি ৪০০ পদে নিয়োগ। বাংলাদেশ নেীবাহিনীতে নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনী দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৫ ব্যাচের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ে তোলার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশসেবায় আত্মনিয়োগের সুযোগ পাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনের যোগ্যতা, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ নৌবাহিনী |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১১ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০৯ টি পদে ৪০০ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ১১ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ০৫ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ নৌবাহিনী |
Job Circular in BD (বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: নাবিক ও এমওডিসি (নৌ)
ভর্তি ব্যাচের নাম: ভর্তি বি-২০২৫
ব্যাচ শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস, এমওডিসি (নৌ)।
পদ সংখ্যা: ৪০০ জন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদ সংখ্যাঃ ২৮৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
২। পদের নাম: পেট্রোলম্যান
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৩। পদের নাম: রাইটার
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৪। পদের নাম: স্টোর পদ
সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৫। পদের নাম: মেডিকেল
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
৬। পদের নাম: কুক
পদ সংখ্যা: ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
৭। পদের নাম: স্টুয়ার্ড
পদ সংখ্যা: ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
ক্রমিক নং: ০১ থেকে ০৭ পর্যন্ত সকল জেলা।
৮। পদের নাম: টোপাস
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
৯। পদের নাম: এমওডিসি (নৌ)
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম):-
- ১. সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা:- ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- ২. পেট্রোলম্যান:- এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- ৩. অন্যান্য শাখার ক্ষেত্রে:- (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- ৪. এমওডিসি (নৌ):- উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
৩। অন্যান্য শর্তাবলী (সকল পদবির জন্য):-
ক। বাংলাদেশী পুরুষ নাগরিক।
খ। সাঁতার জানাঅত্যাবশ্যক।
গ। অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।
ঘ। বয়স : ০১ জুলাই ২০২৫ (১) নাবিক : ১৭থেকে ২০ বছর (২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২বছর।
বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪। অযোগ্যতা:-
ক। বাংলাদেশ বা অন্য কোনদেশে প্রচলিত বলবৎযোগ্য কোন আইন ওবিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায়অভিযুক্ত হয়ে কোন বিচারালয়েবিচারাধীন থাকলে। খ। সশস্ত্র বাহিনীঅথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃতহলে। গ। দ্বৈত নাগরিকত্ব।ঘ। সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
৫। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ:-
ক। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।
(১) এসএসসি পাস প্রার্থীদের মূলঅথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র।
(২) এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূলরেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ডএবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র।
উল্লেখ্য কোন কারণে যারামূল কাগজপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি (১মশ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত) জমা দিলে চলবে।তবে নবীন নাবিক প্রশিক্ষণবিদ্যালয়, বানৌজা শের-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময়অবশ্যই মূলকপি জমা দিতে হবে।
(২) অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোন প্রার্থীগণকে ভর্তি করা যাবে, ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। তবে তারা এজন্য কোন অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না ।
(৩) ৮ম শ্রেণি পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।
খ। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র: স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র (বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে)।
গ। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র: ১ম শ্রেণির গেজেটেড অফিসার/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ।
ঘ। অভিভাবকের সম্মতিপত্র: স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে ।
ঙ। ছবি: সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের ১৫ কপি, পিতার ১ কপি এবং মাতার ১ কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট) ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
চ। চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।
৬। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ: Sailor পদেআবেদনকারী প্রার্থীগণকে https://www.joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Sailor Section/Apply Now এ ক্লিক করেপ্রথমেই প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করত নাবিক ওএমওডিসি (নৌ) এর শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
এরপর Sign Up / Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টসম্পন্ন করতে হবে। এপর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংককর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন: Visa, Master Card, American Express, Nexus) এবংমোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, TAP, ok wallet) ইত্যাদির মাধ্যমে ৩০০.০০ (টাকা তিনশত) টাকার (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতেপারবেন। পেমেন্ট Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণকরত সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে।
পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্যসঠিক থাকলে ‘জমা দিন’ বাটনেক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করেপরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ততারিখ ও সময় অনুযায়ীনির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। যদি কোনপ্রার্থী উক্ত আবেদন পত্রটিডাউনলোড করতে ব্যর্থ হয়তবে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটিডাউনলোড ও প্রিন্ট করাযাবে।
৭। ভর্তি পদ্ধতি:-
- অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেকফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ওকাগজপত্রসহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজশাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।
- প্রার্থীরসকল কাগজপত্র সঠিক পাওয়া গেলেতাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবেনির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষাগ্রহণ করা হবে।
- উক্তপরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HbsAg এবং Dope Test সহ) ও মৌখিকপরীক্ষা গ্রহণ করা হবে।
- সকলজেলার সকল শাখার প্রার্থীদেরপরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারেচুড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এরমাধ্যমে প্রকাশ করা হবে।
৮। চাকরির সুবিধাদি:-
- ক। বেতন ও ভাতাদি: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদিপ্রাপ্য হবে।
- খ। অন্যান্য:
- (১) বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা।
- (২) পারিবারিক রেশন সুবিধা।
- (৩) অবসর গ্রহণকালে অবসর ভাতা এবংগ্র্যাচুইটির সুবিধা।
- (৪) চাকরিকালীন যোগ্যতারভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতারক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ।
- (৫) চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গুহলে পদবিভিত্তিক বীমা সুবিধা এবংপরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডেরআর্থিক সুবিধা।
- (৬) বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকেজাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষামিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ।
- (৭) বিদেশে বাংলাদেশদূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
- (৮) নিরাপদ ওমনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।
- (৯) সামরিক হাসপাতালসমূহেউন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতেউন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থপ্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি ।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
ফলাফল প্রকাশের তারিখ ও মাধ্যম:-
ফলাফল প্রকাশ করা হবে ২৯ মে ২০২৫ তারিখে অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে।
ফলাফল প্রকাশিত হলে প্রার্থীদের নির্ধারিত তারিখে ফরম পূরণ এবং নিয়োগ প্রদানে অংশগ্রহণ করতে হবে।
বিশেষ দ্র:ব্য:–
প্রতারক চক্র থেকে সাবধান থাকুন।
চাকরির প্রলোভনে অর্থ লেনদেন করবেন না।
চাকরি প্রদানের নামে প্রতারণা হলে নিশ্চিত করুন আপনি প্রতারিত হচ্ছেন।
কোনো ব্যক্তি টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিলে তাৎক্ষণিকভাবে নৌপুলিশ বা সংশ্লিষ্ট বিভাগে জানাবেন।
যোগাযোগ:–
হেল্পলাইন ফোন নম্বর:
০২-৯৮৩৬১৪১ (বর্ধিত ২২১৫)।
০৯৬১৩৪৬২২১৫ (০৮০০-১৪৩০ ঘটিকা)।
০১৭৬৯৭০২২১৫ (০৮০০-২০০০ ঘটিকা)।
প্রার্থীদের অভ্যর্থনা নির্দেশনা:
ভর্তি কেন্দ্রে মোবাইল, ঘড়ি এবং ইলেকট্রনিক গেজেট নিষিদ্ধ।
কোনো দালালচক্রের সাথে জড়িত থাকবেন না। উল্লেখিত তারিখে সকল কার্যক্রম হবে।
ঘোষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা (Declaration) অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সরকারি চাকরির খবর বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Navy Sailors and MODC (Navy) Admission
B-2025 Batch Job Circular 2025
(Download PDF)
0 Comments