আজকের চাকরির খবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ পদ ৯০ টি। BRDB Job Circular 2025। গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সরকারি এই প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। BRDB Job Circular 2025 অনুযায়ী, আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির সুযোগ খুঁজছেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ! নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ২৪ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
পদসংখ্যা ও জনবল: | ১৮ টি পদে ৩৩৪ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ২৪ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ০৪ মে, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড |
Job Circular in BD (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
পদ সংখ্যা: ২৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির ০৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি।
গ্রেড: ০৯।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
২। পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা
পদ সংখ্যা: ৬৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির ০৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি।
গ্রেড: ১০।
বেতন: ১৬০০০-৩৮৬৪০/- টাকা।
৩। পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি
গ্রেড: ১০।
বেতন: ১৬০০০-৩৮৬৪০/- টাকা।
সরকারি চাকরির খবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ এর শর্তাবলী:-
- সকল পদে প্রার্থীর বয়স ২৫.০৩.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন/বাস্তবায়িত প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ’তে বর্তমানে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের বয়সসীমা শিথিলযোগ্য হবে। তবে তাদের বয়স অবশ্যই সরকারি অবসর গমনের বয়স অপেক্ষা কম হতে হবে এবং চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে। এক্ষেত্রে তাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়োগপ্রাপ্ত হলে তাদের প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ’র চাকরিকাল গণনায় আসবে না। উল্লেখ্য, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের ক্ষেত্রে বর্ণিত বয়স শিথিলের বিষয়টি প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষারফি জমাদান পদ্ধতি :-
ক) আবেদন http://brdb.teletalk.com.bd ওয়েবসাইটেসরাসরি দাখিল করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:-
i) ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫.০৩.২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা।
ii) জমাদানের শেষ তারিখ ওসময়: ০৪.০৫.২০২৫খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ ঘটিকা।
ঘ) Online আবেদনপত্রেপ্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ১০০ KB ও স্বাক্ষরের সাইজসর্বোচ্চ ৬০ KB হতে হবে।
চ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনেসহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষারসময় এক কপি জমাদিবেন।
সরকারি চাকরির খবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ এর ফি:–
Teletalk pre-paid mobile নম্বরেরমাধ্যমে দুটি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তির১, ২ ও ৩নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফিবাবদ ২০০ টাকা এবংঅনলাইন ফি বা Teletalk এরসার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ২২৩ (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যেজমা দিবেন। এছাড়া, অনগ্রসর নাগরিকগণ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিকপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের জন্যপরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং অনলাইন ফিবা Teletalk এর সার্ভিস চার্জবাবদ ৬ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকাঅনধিক ৭২ ঘণ্টার মধ্যেজমা দিবেন।
”এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকলঅংশ পূরণ করে Submit করাহলেও পরীক্ষার ফি জমা নাদেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীতহবে না।”
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ এর SMS প্রদানের নিয়মাবলি:-
প্রথম SMS: BRDBUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : BRDB ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-223/56 will be charged as application fee. Your PIN is 12345678, to pay fee Type BRDB Yes PIN and Send to 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: BRDB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BRDB Yes 12345678
Reply: Congratulations Applicant’s Name. Payment Completed Successfully for BRDB Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
(Chakrir Khobor) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি :-
প্রবেশপ ত্রপ্রাপ্তির বিষয়টি http://brdb.teletalk.com.bd এইওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্রযোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীরপ্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্তযাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবংপ্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
মৌখিকপরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদিরমূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির০১ (এক) টি করেসত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক) কপি দাখিল করতেহবে :
- ক. অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র ও প্রবেশপত্রের রঙিনকপি;
- খ. সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজেররঙিন ছবি;
- গ. অনলাইন আবেদনে দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতারসনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঘ. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃকপ্রদত্ত সনদ ও জাতীয়পরিচয়পত্র; ঙ. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানহলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা, শহিদমুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানএ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ডকাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নসহ এ সংক্রান্ত উপযুক্তকর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
- চ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিকপ্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র/নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
”এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দাহিসেবে আবেদন করতে পারবেন নাএবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যেকোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।”
পূর্বে যারা আবেদন করেছেন:-
বিআরডিবি’র ১১.০৭.২০২৪ তারিখের ৪7.62.0000.205.11.003.24.7251 নং স্মারকে গত ১২.০৭.২০২৪ খ্রি. তারিখে ‘প্রতিদিনের সংবাদ‘ এবং ১৩.০৭.২০২৪ খ্রি. তারিখে ‘দৈনিক ইত্তেফাক‘ ও ‘ডেইলি অবজারভার‘ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে বৈধ আবেদনকারীদের আবেদনবহাল থাকবে। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
0 Comments