চাকরির খবর বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BKSP Job Circular 2025। বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য রাজস্ব খাতভুক্ত (স্থায়ী/অস্থায়ী) নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) |
---|---|
চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ০৪ মাচ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | ডাকযোগে অথবা সরাসরি |
পদসংখ্যা ও জনবল: | ০৭ টি পদে ২২ জন নিয়োগ |
আবেদন শুর: | ২৫ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ০৭ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) |
Job Circular in BD (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ ২০২৫) Job Circular 2025
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: উপপরিচালক (ক্রীড়া বিজ্ঞান) ঢাকা বিকেএসপি
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ক্রীড়া বিজ্ঞান পদার্থ/ফলিত (এমবিবিএস/এমপিএড/সাইকোলজী, পদার্থ বিজ্ঞান/বায়োমেকানিক্স/ স্পোর্টসমেডিসিন) বিষয়ে পিএইচডি ডিগ্রীধারীসহ সংশ্লিষ্ট ক্রীড়া বিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণির ডিপ্লোমা, অথবা ক্রীড়া বিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/ সাইকোলজী, পদার্থ বিজ্ঞান/বায়োমেকানিক্স/স্পোর্টসমেডিসিন) বিষয়ে ১ম | শ্রেণির মাস্টার্স/২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির মাস্টার্স তৎসহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ০৫।
বয়স: ৫০ বছর।
মাসিক বেতন: ৪৩,০০০-৬৯,৮৫০/- টাকা।
২। পদের নাম: কোচ
পদ সংখ্যা: আর্চারি-০১, ব্যাডমিন্টন-০১ জন (পুরুষ), বক্সিং-০১ (পুরুষ), ক্রিকেট-০১ জন (পুরুষ), ০১ জন (মহিলা), ফুটবল-০৩ জন, হকি- ০১ জন, শ্যুটিং- ০১ জন (পুরুষ), টেবিল টেনিস-০১ জন, টেনিস- ০১ (পুরুষ) ও ভলিবল ০১ জন (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রীসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হবে না, যথা :-
- (ক) জাতীয় দলের সাবেক বা বর্তমান কোন খেলোয়াড়;
- (খ) জাতীয় দলের প্রশিক্ষক;
- (গ) স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে কোচিং বিষয়ে ডিগ্রীপ্রাপ্ত;
- (ঘ) কোন স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ ৫ (পাঁচ) বৎসরের বাস্তব;
- হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন;
- (ঙ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত; অথবা;
- (চ) আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোন কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত।
গ্রেড: ০৯।
বয়স: ৪০ বছর।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
৩। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা:কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনষ্টিটিউট হতে ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) এ অন্যূন দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
গ্রেড: ১০।
বয়স: ৩২ বছর।
মাসিক বেতন: ১৬,০০০-৩৮৬৪০/- টাকা।
৪। পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং (খ) কোন স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
গ্রেড: ১৫।
বয়স: ৩২ বছর।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
৫। পদের নাম: টেনিস মার্কার
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং (খ) টেনিস খেলার অভিজ্ঞতা ও পারদর্শিতা।
গ্রেড: ১৬।
বয়স: ৩২ বছর।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৬। পদের নাম: গাড়ী চালক (হালকা)
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং (খ) Motor Vehicle Ordinance, 1983 (Ord. No. LV of 1983) এর অধীনে প্রদত্ত বৈধ লাইসেন্সসহ হালকা যানবাহন চালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ১৫।
বয়স: ৩২ বছর।
মাসিক বেতন: ৯,৭০০-২২,৪৯০/- টাকা।
৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০।
বয়স: ৩২ বছর।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর শর্তাবলী:-
- আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
- ক. নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ৩ (তিন) কপি (৫x৫ সে.মি) সাইজের সত্যায়িত ছবিসহ মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভার, ঢাকা-এর বরাবর আগামী ০৭ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাইতে হবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
- খ. সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।
- গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি জমা দিতে হবে
- ঘ. প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত রয়েছেন এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
- ঙ. ২৮/০২/২০২৫ তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
- চ. খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্রসমূহের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :-
- ১.০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
- ২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স/অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি;
- ৩. বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ;
- s. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
- ৫. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- ৬. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
- ৭. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
- ৮. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। ট. নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। ঠ. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ এর প্রার্থীর যোগ্যতা যাচাই:-
- (১) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র)।
- (২) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্বের সনদপত্র।
- (৩) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদন করলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
- (৪) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি ।
- (৫) শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি।
- (৬) জাত হরিজন প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন-এর সংশ্লিষ্ট কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদপত্র।
- (৭) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
চাকরির খবর বিকেএসপি আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:-
১। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
২। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
৩। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
৫। আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোন স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।
৬। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, প্রধান গেট ও ওয়েবসাইটে (www.bksp.gov.bd) এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য উল্লিখিত ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যাবে।
চাকরির খবর বিকেএসপি অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
ক্রমিক নং ১-৩ পর্যন্ত বর্ণিত পদের অনুকূলে আবেদনকারীকে ২০০/- (দুইশত) টাকা, ক্রমিক নং ৪-৬ পর্যন্ত পদের অনুকূলে আবেদনকারীকে ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং ৭ পদের অনুকূলে আবেদনকারীকে ৫০/- (পঞ্চাশ) টাকা এবং সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) ৫০/- (পঞ্চাশ) টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিঃ -এর যে কোন শাখা হতে মহাপরিচালক, বিকেএসপি-এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
0 Comments