সরকারি চাকরির খবর বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট বিজ্ঞপ্তি ২০২৫।
BPI Job Circular 2025। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bpi.gov.bd এবং দৈনিক পত্রিকায় ১৮ মে ২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিআই-এ ০৫টি পদে মোট ০৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৯ মে ২০২৫ সকাল ১০ টা থেকে শুরু করে ১৯ জুন ২০২৫ বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ: | ১৮ মে, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
পদসংখ্যা ও জনবল: | ০৪ টি পদে ১৭ জন |
আবেদন শুরুর তারিখ: | ১৯ মে, ২০২৫ |
আবেদন শেষ: | ১৯ জুন, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Government Job Circular 2025
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: উপ-পরিচালক
পদ সংখ্যা: ০১ টি।
যোগ্যতা:
- (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা এমবিএ ডিগ্রী;
- (খ) প্রাসঙ্গিক বিষয়ে অন্যূন ৮ (আট) বৎসরের অভিজ্ঞতা;
- (গ) শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;
গ্রেড: ৪।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
২। পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও)
পদ সংখ্যা: ০১ টি।
যোগ্যতা:
- (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূ-তত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রী বা ভূ-তত্ত্ব বা ভূ-পদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রীসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রী বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রীসহ অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী;
- (খ) শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;
গ্রেড: ৯।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩। পদের নাম: টেকনিশিয়ান (ল্যাব)
পদ সংখ্যা: ০১ টি।
যোগ্যতা:
- (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা পাওয়ার এ ডিপ্লোমাসহ ইলেকট্রিক্যাল ইকুইপম্যান্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা; অথবা
- (খ) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইনস্টিটিটিউট হইতে কম্পিউটার হার্ডওয়ার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমাসহ কম্পিউটার বা পেরিফেরালস্ ইকুইপম্যান্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা; এবং
- (গ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
গ্রেড: ১৩।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪। পদের নাম: সহকারী (প্রশিক্ষণ)
পদ সংখ্যা: ০১ টি।
যোগ্যতা:
- (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- (খ) প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে; এবং
- (গ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫। পদের নাম: ল্যাব এটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ টি।
যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা (একটি) সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
গ্রেড: ১৯।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ এর শর্তাবলী:-
সকল পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা/অভিজ্ঞতা ০১/০৫/২০১৫ তারিখে নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
”প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।”
চাকরির খবর বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট আবেদনপত্র পুরণ সংক্রান্ত নির্দেশাবলী:-
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১৯ মে ২০২৫, সকাল ১০.০০ ঘটিকা।
- আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ১৯ জুন ২০২৫, বিকাল ০৫.০০ ঘটিকা।
(ক) বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট এর নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://bpi.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে
পারবেন।
(খ) Application Form এ Color photo এবং Signature Upload করার জন্য ৩০০x৩০০ pixel কালার ছবি যা ১০০ KB এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা ৩০০x৮০ Pixel হতে হবে এবং কোনোভাবেই ৬০ KB এর অধিক হবে না।
(গ) চূড়ান্তভাবে Submission করার পরে User ID সহ (যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) প্রার্থী একটি Applicant’s copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
(ঘ) অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য BPI এর ওয়েব সাইট (http://www.bpi.gov.bd) নিয়মিত Visit করতে হবে। তাছাড়া আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে ১২১ কল করতে হবে অথবা [email protected] কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
”উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় হইতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Online Payment Gateway System (SSLCOMMERZ)-এর মাধ্যমে Online Application Portal (https://career.mist.ac.bd) হইতে পরীক্ষার ফি জমা দিতে পারিবেন;”
Bangladesh Petroleum Institute Job Circular 2025 পরীক্ষার ফি প্রদান:–
পরীক্ষার ফি জমা প্রদান: Applicant’s copy তে প্রাপ্ত User ID ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটকের Prepaid নম্বরে SMS এর মাধ্যমে BPI নিয়োগ পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ ও ২ নং এর বর্ণিত পদের জন্য ২২৩/- টাকা; ৩ ও ৪ নং এ বর্ণিত পদের জন্য ১১২/- টাকা এবং ৫নং এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা; (উল্লেখ্য অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডের পদের জন্য ৫৬/- টাকা) Applicant’s copy submit করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি Online Application Portal (http: bpi.teletalk.com.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হইবে;
বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ এর SMS মাধ্যমে ফি প্রদান পদ্ধতি:-
প্রথম SMS: BPI USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPI 654789 and send to 16222।
উক্ত SMS পাঠানোর পর Teletalk হতে প্রার্থীকে স্বাগতম জানিয়ে একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে।
নির্দেশমতে প্রার্থী ২য় SMS: BPI YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : BPI YES 12145214 and send to 16222.
0 Comments