চাকরির খবর সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BPSC Circular 2025। সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে www.bpsc.gov.bd ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ২১+৬১ ক্যাটাগরির মোট ১০৫+১৭২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০০ টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম | সরকারি কর্ম কমিশন |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
চলমান নিয়োগ: | ০২ টি |
আবেদনের পদ্ধতি: | অনলাইন |
পদের সংখ্যা: | ১০৫+১৭২০= ১৮২৫ জন। |
আবেদন শুরুর তারিখ: | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদন শেষে তারিখ: | ২০ মার্চ, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | সরকারি কর্ম কমিশন |
আজকের চাকরির খবর (সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি) Govt Job Circular
বিপিএসসি নন ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি ২০২৫- এর পদের নাম ও শূন্যপদ:-
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য BPSC নন-ক্যাডার নিয়োগ ২০২৫ একটি দারুণ সুযোগ। বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, যা যোগ্য প্রার্থীদের জন্য পছন্দমতো পদ বেছে নেওয়ার সুযোগ তৈরি করেছে। এই পোস্টে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র ডাউনলোড এবং নিয়োগের গুরুত্বপূর্ণ নির্দেশনা বিস্তারিতভাবে দেখতে পারেবেন । তাই আপনি যদি BPSC নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য উপযুক্ত ও আগ্রহী প্রার্থী হন, তাহলে কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে ভুলবেন না।
বিপিএসসি নন ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ ১ম বিজ্ঞপ্তি নম্বর (01-21)/25।
বিপিএসসি নন ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি এর বিশেষ দ্রষ্ঠব্য:-
- বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ০১-০৮ এর পদসমূহে স্নাতক ডিগ্রীধারী প্রার্থীগণ Others code (999) Select করবেন এবং প্রফেশনাল ডিগ্রী অপশনে ক্লিক করে নৌ-অফিসারদের জন্য প্রযোজ্য সনদ/ডিগ্রী Select করে আবেদন করবেন। প্রার্থীর স্নাতক ডিগ্রী না থাকলে Graduation ঘর Select করার প্রযোজন নেই।
- বিজ্ঞপ্তি নম্বর- ০৯,১১,১৯ এর শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ের সমমান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের ০৫.০0.0000.187.99.010.১৮-৬০ নং স্মারক এবং সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ০২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের ৮০.০০.০০০০.৪01.35.017.21.1053 নম্বর অফিস আদেশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৩)/ ইনফরমেশন টেকনোলজি (কোড-৩৬৪)/ টেলিকমিউনিকেশন এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৪৯)/ এপ্লাইড ফিজিক্স, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(কোড-৩৬৫)/ এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৬)/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (কোড-৩৩২) ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(কোড-৩৫১) বিষয়ের প্রার্থীগণ যোগ্য বিবেচিত হবেন।
- বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ১৩.২০ পদসমূহে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১৩ জুন ২০২১ তারিখের ৫৭.০০.০০০০.০৫৩.৯৯.০০৫.২১-১৬৯ নং প্রজ্ঞাপন অনুযায়ী ইমার্জিং বিষয়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ১০, ১৭ এর পদসমূহে চাহিত বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীগণ ৩৯৫ কোড Select করে প্রযোজ্য সনদ/ডিগ্রীতে ক্লিক করে আবেদন করতে পারবেন।
বিপিএসসি নন ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি এর নির্দেশাবলি:-
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-5A) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:
- ১.১ প্রার্থীদের টেলিটকের Web address : http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web address : www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে Non-Cadre অপশন select করে ক্লিক করলে নন- ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, SMS এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instructions এবং বিজ্ঞপ্তি download করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করবেন।
- ১.২ অনলাইনে আবেদনপত্র পুরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 27.02.20২৫ খ্রিঃ, দুপুর ১২.০০ মিনিট।
- ১.৩ অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০.০৩.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০ মিনিট।
- ১.৪ কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ ২০.০৩.২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০ মিনিট হতে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৩.০৩.২০২৫ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- ১.৫ ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
- ১.৬ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ০১-২১ এর নন-ক্যাডার পদগুলো উচ্চতর বেতন স্কেলের (৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম গ্রেড) উচ্চতর বেতন স্কেলের পদে আবেদনকারী প্রার্থীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে কমিশনের সিদ্ধান্তমতে বাছাই/লিখিত পরীক্ষা গ্রহণ করা হতে পারে।
- ১.৭ অনলাইনে রেজিস্ট্রেশনের পর প্রার্থীদের BPSC Form-5A (Applicant’s Copy) কমিশনের Web Address: www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তির নম্বর ০১-২১ এ আবেদনকারী প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার/উচ্চতর শিক্ষাগত যোগ্যতার (ডিপ্লোমা/এমফিল/এমএস/এমডি ইত্যাদি) সনদ/ অভিজ্ঞতার সনদ/ প্রকাশনা/চাকুরি জীবনের অর্জিত পেশাগত কৃতিত্ব, সাফল্য বা ঔজ্জ্বল্যের প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে) আলোচ্য বিজ্ঞপ্তির ৯ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সংশ্লিষ্ট কাগজপত্র/তথ্যাদিসহ
- আগামী ০৯.০৪.২০২৫ তারিখ থেকে ৩০.০৪.২০২৫ তারিখের মধ্যে সকাল ১০.০০ মিনিট থেকে বিকাল ৪.০০ মিনিট পর্যন্ত নিম্নে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ডাকযোগে প্রেরণ/হাতে হাতে জমা দিতে হবে:
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর | যে ইউনিট বরাবর প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি জমাপ্রদান করতে হবে | জমাদানের ঠিকানা |
১-৮,১২-১৬ | ইউনিট-০৬ | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ |
১৮, ১৯ | ইউনিট-০৬ | ঐ |
১০,১৭ | ইউনিট-১০ | ঐ |
০৯ | ইউনিট-১১ | ঐ |
২০ | ইউনিট-১৩ | ঐ |
১১,২১ | ইউনিট-১৬ | ঐ |
২৩.০৩.২০২৫ তারিখের পর BPSC Form- 5A (Applicant’s Copy) তে কোনো ধরণের তথ্য সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
Govt Job Circular BPSC Form-5A ( Applicant’s Copy) প্রাপ্তি ও জমাদান:-
প্রার্থীদের BPSC Form- 5A ( Applicant’s Copy) কমিশনের Web Address : www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ কমিশন কর্তৃক নির্দেশিত সময়ে এবং স্থানে জমা দিতে হবে :
৯.১) প্রার্থীকে জমাপ্রদানকৃত সনদ/কাগজপত্রের একটি তালিকা নিজে স্বাক্ষর করে BPSC Form- 5A (Applicant’s Copy) এর সাথে জমা প্রদান করতে হবে।
৯.২) শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদ (স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি/এইচএসসি/ডিপ্লোমা বা সমমানের মূল বা সাময়িক সনদ/অন্যান্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি। মূল সনদের ফটোকপি প্রদানে অপারগ হলে সাময়িক সনদের ফটোকপি গৃহীত হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বিশ্ববিদ্যালয় বা সর্বশেষ পরীক্ষার মার্কশিট প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হবে তবে সাক্ষাৎকার বোর্ডে মূল/সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে। চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক সম্মান ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়াল-এ যদি অর্জিত ডিগ্রির মেয়াদ ০৪ বছর সুস্পষ্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্জিত ডিগ্রি ০৪ বছর মেয়াদি মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি ০৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে :
৯.৩) বয়স প্রমাণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি; “ও” লেভেল এবং “এ” লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ;
৯.৪) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি;
৯.৫) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে প্রমাণক সনদের সত্যায়িত কপি ;
৯.৬) উচ্চতর শিক্ষাগত যোগ্যতার (ডিপ্লোমা/এমফিল/এমএস/এমডি ইত্যাদি)সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.৭) অভিজ্ঞতার সনদ জমাদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের স্কেল/গ্রেড, চাকরিতে যোগদান এবং পরিত্যাগের সুষ্পষ্ট তারিখসহ মেয়াদ (প্রযোজ্য ক্ষেত্রে এনডোর্সকৃত/পৃষ্ঠাংকনকৃত আর্টিকেল-৪৭ ফরম), চাকরি চলমান থাকলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত অনলাইন আবেদনপত্র জমাপ্রদানের শেষ তারিখের মধ্যে অর্জিত অভিজ্ঞতা গণনাপূর্বক যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অভিজ্ঞতার সনদপত্র জমাপ্রদান করতে হবে। ছাড়পত্রের কপি অভিজ্ঞতার সনদ হিসেবে বিবেচিত হবে না।
৯.৮) কমিশন সচিবালয়ের ১৫.০২.২০১২ তারিখের ২৩৩ নং অফিস আদেশ অনুযায়ী পিএসসি কর্তৃক গৃহীত বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে যে সকল পদে নিয়োগের জন্য অভিজ্ঞতা চাওয়া হয় সে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য চাহিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখের পর হতে অভিজ্ঞতা গণনা করা হবে।
৯.৯) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুন ২০২১ তারিখের ১২০ নং স্মারকে প্রদত্ত মতামতের পরিপ্রেক্ষিতে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর অন্তর্ভুক্ত প্রোগ্রামার ও অন্যান্য উচ্চতর গ্রেডের পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই গ্রেডের সমপদে প্রার্থী নির্বাচনকালে অন্যান্য সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরতদের চাকুরিকালকে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত প্রযোজ্য ফিডার পদের অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা যাবে। তবে উল্লিখিত বিধিমালার অন্তর্ভুক্ত একই পদনামের অভিজ্ঞতা বিবেচিত হবে; একই গ্রেডের ভিন্ন পদনামের অভিজ্ঞতা বিবেচিত হবে না।
৯.১০) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ১6.01.2022 তারিখের ০৫.00.0000.170.12.023.২০২০.০৭ নম্বর স্মারক অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর অন্তর্ভুক্ত প্রোগ্রামার ও অন্যান্য উচ্চতর গ্রেডের পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই গ্রেডের সমপদে প্রার্থী নির্বাচনকালে প্রকল্পে কর্মরতদের চাকরিকালকে ফিডার পদের অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
৯.১১ বিজ্ঞাপিত কোনো পদের অভিজ্ঞতার শর্তে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা চাওয়া হলে আবেদনকারী প্রার্থীদের উক্ত প্রতিষ্ঠান/সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা মর্মে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র আবেদনের সাথে জমা দিতে হবে। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলতে এমন কর্তৃপক্ষ সংস্থা বা প্রতিষ্ঠান বোঝাবে যার প্রধান প্রধান কার্যাবলী কোনো আইন, অধ্যাদেশ, আদেশ বা বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন চুক্তিপত্র দ্বারা অর্পিত।
- ৯.১২ প্রকাশনা/চাকুরি জীবনের অর্জিত পেশাগত কৃতিত্ব, সাফল্য বা ঔজ্জ্বল্যের প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে
৯.১৩ জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;
৯.১৪ পরীক্ষার প্রবেশপত্রের কপি ;
৯.১৫ পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি সত্যায়িত রঙ্গিন ছবি;
৯.১৬ নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি:
৯.১৭ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ অর্থাৎ ২০.০৩.২০২৫ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ সংবলিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (প্রযোজ্য ক্ষেত্রে) রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক/বিভাগীয় প্রধান কতৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
১০.) রেজিস্ট্রেশনকৃত যেসকল প্রার্থী BPSC Form-5A ( Applicant’s Copy) কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। BPSC Form- 5A ( Applicant’s Copy) সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্যাদি পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর শুধু যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
দেয়া হবে।
১১.) প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানা পরবর্তীতে পরিবর্তিত হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে প্রাক্তন এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার পূর্বে BPSC Form- 5A ( Applicant’s Copy) এর সাথে জমা দিতে হবে।
১২.) প্রার্থীকে কেবল কমিশনের অনুমোদিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-5A) গুরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। মুদ্রিত আবেদনপত্র জমাদানের কোন সুযোগ নেই।
১৩. প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রেও ( BPSC Form- 5A) ঠিক সেভাবে লিখতে হবে।
১৩.) অনলাইন আবেদনপত্রের (BPSC Form-5A) উল্লিখিত স্থায়ী জেলা সঠিক হতে হবে। এক্ষেত্রে ভুল তথ্য প্রদানের জন্য প্রার্থিতা/মনোনয়ন বাতিল হবে।
১৪.) অনলাইনে পূরণকৃত BPSC Form- 5A ( Applicant’s Copy) এর তথ্য সঠিক হিসেবে পরিগণিত হবে।
১৫.) যেসকল পদের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয় সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রি থাকলেও আবশ্যিকভাবে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রি অর্জন ব্যতিরেকে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রি গ্রহণযোগ্য হবে না।
১৬.) কোন প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোন মিথ্যা তথ্য উল্লেখ করলে আবেদনপত্র বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
১৭.) এই বিজ্ঞপ্তিতে যেসকল শর্ত আরোপ করা হয়েছে তা আবেদনপত্রের (BPSC Form-5A) কোনো শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে কোন বিষয় অনুল্লেখিত থাকলে অথবা ব্যাখ্যার প্রয়োজন হলে কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
১৮.) প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে অতিরিক্ত ০১(এক) সেট BPSC Form- 5A ( Applicant’s Copy) অনুচ্ছেদ ৯ এ বর্ণিত কাগজপত্রসহ স্বাক্ষরিত তালিকা জমা দিতে হবে। প্রত্যেক ডকুমেন্টের উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
১৯.) শিক্ষাগত যোগ্যতার সকল মূল অথবা সাময়িক সনদ, অভিজ্ঞতা সনদের মূলকপি (প্রযোজ্য ক্ষেত্রে), প্রবেশপত্র, BPSC Form- 5A ( Applicant’s Copy), উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা/ এমফিল/এমএস/এমডি ইত্যাদি) সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), প্রকাশনা/চাকুরি জীবনের অর্জিত পেশাগত কৃতিত্ব, সাফল্য বা ঔজ্জ্বল্যের প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং জাতীয় পরিচয়পত্র (NID) সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র/ডকুমেন্টস্/তথ্যাদি অবশ্যই দাখিল করতে হবে।
সরকারি/ আধাসরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে ছাড়পত্রের ফরমে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল-স্বাক্ষর গ্রহণ করে এর মূল কপি এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে প্রার্থীদের নামে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকালে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
প্রার্থীর দেয়া তথ্যের ভিত্তিতেই অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। এ প্রবেশপত্রকে কোন অবস্থাতেই কমিশন কর্তৃক যাচাই-বাছাইকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর প্রমাণক হিসেবে আদালতে/অন্য কোথাও পেশ করা যাবে না/দাবি করা যাবে না।
২০.) প্রার্থীদের অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসি’র ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে হবে। এছাড়া কর্ম কমিশন সচিবালয়ে অফিস চলাকালীন সময়ে 121, 01500121121 অথবা 55006634 টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে। প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে বিভিন্ন তথ্য প্রদান ও কারিগরী সমস্যা সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও সহায়তা প্রদানের জন্য একটি ই-মেইল একাউন্ট http://[email protected] সার্বক্ষণিক চালু থাকবে।
২১.) নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত পদসংখ্যা বাড়ানো হতে পারে বা যৌক্তিক কারণে পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
২২.) কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর : প্রার্থীকে ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ কেন্দ্রের মধ্যে যেকোনো একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রার্থী যে কেন্দ্র নির্বাচন করবেন সে কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ হতে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। তবে বাছাই/লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কেবলমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।
২৩.) বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমুহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
২৪.) ১০.০১.২০২৪ তারিখে জারিকৃত ৮০.০০.০০০০.৪০1.35.046.17-42 নম্বর অফিস আদেশে নন-ক্যাডার পরীক্ষা নীতিমালা ২০২৩ এর অনুচ্ছেদ ৪.১ অনুসরণে প্রার্থী ও পদের সংখ্যা নির্বিশেষে এবং জরুরি প্রয়োজনে কমিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণপূর্বক কমিশন কর্তৃক পুননির্ধারিত পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।
Govt Job Circular বিপিএসসি নন ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি এর প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
২৫.) আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলি এবং অন্যান্য পালনীয় বিষয়সমূহ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এবং টেলিটকের ওয়েবসাইটে এ পাওয়া যাবে।
২৬.) ২০.০৩.২০২৫ তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে) স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রকাশনা বিবেচিত হবে। এই তারিখের মধ্যে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
চাকরির খবর সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- ২য় এর পদের নাম ও শূন্যপদ:-
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য BPSC নন-ক্যাডার নিয়োগ ২০২৫ একটি দারুণ সুযোগ। বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, যা যোগ্য প্রার্থীদের জন্য পছন্দমতো পদ বেছে নেওয়ার সুযোগ তৈরি করেছে। এই পোস্টে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র ডাউনলোড এবং নিয়োগের গুরুত্বপূর্ণ নির্দেশনা বিস্তারিতভাবে দেখতে পারেবেন । তাই আপনি যদি BPSC নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য উপযুক্ত ও আগ্রহী প্রার্থী হন, তাহলে কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে ভুলবেন না।
বিপিএসসি নন ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ ২য় বিজ্ঞপ্তি নম্বর (২২/৮২/২০২৫)।
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
চাকরির খবর আরো পড়তে পারেন:-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কী?
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা সরকারি চাকরিতে নিয়োগ ও পরীক্ষা পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত।
সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?
এটি ৮ এপ্রিল ১৯৭২ সালে গঠিত হয়।
সরকারি কর্ম কমিশনের প্রধান কে?
কমিশনের প্রধানকে “চেয়ারপারসন” বলা হয়। বর্তমান চেয়ারপারসন মোবাশ্বের মোনেম।
সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ কী?
সরকারি চাকরির জন্য নিয়োগ পরীক্ষা (যেমন বিসিএস) পরিচালনা করা এবং যোগ্য প্রার্থীদের সুপারিশ করা।
বিসিএস পরীক্ষার মাধ্যমে কী ধরনের চাকরি পাওয়া যায়?
বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্যাডারে চাকরি পাওয়া যায়।
কমিশনের সদস্যদের মেয়াদ কতদিন?
কমিশনের সদস্যরা সাধারণত পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
সরকারি কর্ম কমিশন কোন সংবিধান অনুযায়ী কাজ করে?
এটি বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ অনুচ্ছেদ অনুযায়ী কাজ করে।
কমিশনের অফিস কোথায় অবস্থিত?
সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
0 Comments