সরকারি চাকরির খবর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পদ ২১৫০ টি। BREB Job Circular 2025। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে নিম্নবর্নিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান/ প্যানেল তৈরীর নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা / নাগরিকগণের নিকট পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তপূরণ সাপেক্ষে অনলাইনে ওয়েব সাইটে দরখাস্ত আহবান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ: | ১৫ মে, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
পদসংখ্যা ও জনবল: | ০২ টি পদে ২১৫০ জন |
আবেদন শুরুর তারিখ: | ২০ মে, ২০২৫ |
আবেদন শেষ: | ০২ জুন, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
সরকরি চাকরির খবর (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Govt Job Circular 2025
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন) [মহিলাদের জন্য সংরক্ষিত]
পদ সংখ্যা: ৬৯০ টি।
যোগ্যতা:
- (ক) এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে ১৮, ৩০০/- (আঠারো হাজার তিনশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ।
- (খ) প্রার্থীর গাণিতিক বিষয়ে ভাল জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
- (গ) প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০(দশ) ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে।
বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৮,৩০০/- টাকা। প্রবেশন মেয়াদ শেষে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০/- টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে। বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাও প্রদেয়।
২। পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
পদ সংখ্যা: ১৪৬০ টি।
যোগ্যতা:
- (ক) প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- (খ) প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
- (গ) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভাল ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
- (ঘ) গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।
- (ঙ) বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই সাইকেল থাকতে হবে ।
- (চ) চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০/- টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০/- টাকা। চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আবেদন ফরম পূরণ ও শর্তাবলী:-
অনলাইন আবেদনপত্র পূরণ ও সাবমিট করার নিয়মাবলী:-
অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের সঠিক নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০টা থেকে। আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে নির্দেশিত ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে। ফরম পূরণের পরে এটি সাবমিট করলে প্রার্থী একটি ছবিসহ Application Preview পাবেন, যা সঠিক থাকলে তা চূড়ান্তভাবে সাবমিট করুন। সফল সাবমিশনের পর User ID সম্বলিত একটি Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট আকারে সংরক্ষণ করতে হবে।
BREB Job Circular 2025 পরীক্ষার ফি জমাদান পদ্ধতি:- পরীক্ষার ফি নির্ধারিত সময়ের মধ্যে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ক্রমিক নম্বর ০১-এর ক্ষেত্রে:- পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা।
ক্রমিক নম্বর ০২-এর ক্ষেত্রে:- পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা।
”প্রত্যেক আবেদনকারীকে Application Submission-এর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন না হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।”
বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে ১৮ বছর বা তার বেশি এবং বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত বয়সের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সী বা বয়স সীমার বাইরে থাকা প্রার্থীদের আবেদন বাতিল করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় উপস্থিত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
কোটার ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা:- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ কোটার জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত ঘর সঠিকভাবে পূরণ করতে হবে।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষা:-
লিখিত পরীক্ষায় এমসিকিউ এবং রচনামূলক প্রশ্ন থাকবে। এছাড়া ক্রমিক নম্বর ০১-এর ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
পদের সংখ্যা এবং নিয়োগ নীতিমালা:- বাপবিবোর্ড কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন কিংবা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীর দেয়া তথ্য যদি ভুল প্রমাণিত হয়, তাহলে তার আবেদনের সব পর্যায়ে তা বাতিল করা হবে।
অনলাইন আবেদন ও অভিযোগ সমাধান:- http://brebhr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে। আবেদন ফরমের প্রতিটি লাল তারকা চিহ্নিত বাধ্যতামূলক ঘর পূরণ করতে হবে। অতিরিক্ত নির্দেশনার জন্য প্রার্থীদের বাপবিবোর্ডের ওয়েবসাইট (http://www.reb.gov.bd) নিয়মিত ভিজিট করতে হবে। কোনো অসুবিধা হলে টেলিটকের ১২১ নম্বরে কল অথবা [email protected]তে ইমেইল করার মাধ্যমে সাহায্য নেয়া যাবে।
বিশেষ সতর্কতা:- চাকরির জন্য কোনো ব্যক্তিগত যোগাযোগ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো ফৌজদারি নৈতিকস্খলন বা সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য হবে না। সঠিক তথ্য দিয়ে আবেদন নিশ্চিত করুন এবং নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন।
আবেদনপত্র জমা দেওয়ার পর একটি User ID পাবেন। নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk প্রি-পেইড মোবাইলে ফি জমা দিতে হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ এর SMS প্রক্রিয়া:-
প্রথম SMS : BREBHR USER ID SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।
Example : BREBHR 654789 SEND TO 16222
উক্ত SMS প্রাপ্তির পর Teletalk হতে প্রার্থীকে স্বাগত জানিয়ে একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে।
নির্দেশমতে প্রার্থী ২য় SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিবেন:-
দ্বিতীয় SMS : BREBHR YES PIN SEND TO 16222
Example : BREBHR YES 12145214 SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ এর প্রবেশপত্র:-
পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র ও Admit Card (প্রবেশপত্র) প্রাপ্তি Admit Card (প্রবেশপত্র) ডাউনলোড/প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS / Online Notice এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে উক্ত USER ID ও PASSWORD ব্যবহার করে প্রার্থী Admit Card (প্রবেশপত্র) উপরিউক্ত ওয়েবসাইট (http://brebr.teletalk.com.bd) থেকে ডাউনলোড প্রিন্ট করতে পারবেন। উক্ত Admit Card (প্রবেশপত্র) এ পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র উল্লেখ থাকবে।
ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে – যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
0 Comments