সরকারি চাকরির খবর বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BRPL Job Circular 2025। বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ পদ, ৬৪ টি।বি-আর পাওয়ারজেন লিঃ (B-R Powergen Ltd) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ১৭ এপ্রিল ২০২৫ তারিখে www.brpowergen.gov.bd অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩টি পদে মোট ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | বি-আর পাওয়ারজেন লিঃ |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের দিন: | ১৭ এপ্রিল, ২০২৫ |
পদসংখ্যা ও জনবল: | ০৩ টি পদে ৬৪ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদনের শুরু: | ২০ এপ্রিল, ২০২৫ |
আবেদনের শেষ সময়: | ১৫ মে, ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | বি-আর পাওয়ারজেন লিঃ |
সরকারি চাকরির খবর (বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ এবং বিস্তারিত :-
১। পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত। এসএসসি অথবা সমমান।
পদ সংখ্যা: ০৯ টি।
গ্রেড: ১৪।
বেতন স্কেল: ২৩,০০০/- টাকা।
২। পদের নাম: ওয়ার্ক এসিসট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরী প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে ৩ বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতাসহ এসএসসি অথবা সমমান।
পদ সংখ্যা: ১৪ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ১৭,০০০/- টাকা।
৩। পদের নাম: হেলপার
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান।
পদ সংখ্যা: ৪১ টি।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ১৪,০০০/- টাকা।
বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ এর শর্তাবলী ও যোগ্যতা:-
১। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
২। প্রার্থীর বয়স ২০ এপ্রিল ২০২৫ তারিখে ১নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর এবং ২ ও ৩ নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি মালিকানাধীন কোম্পানিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (NOC) মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
৪। সকল নিয়োগে সরকারের নিয়মাবলী এবং পরবর্তী সংশোধিত বিধি অনুসরণ করা হবে।
৫। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে ৫ স্কেলে ন্যূনতম ২.৫০ এবং ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ গ্রেড প্রাপ্ত হতে হবে।
৬। আবেদনপত্র অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করা হলে তা বাতিল বলে গণ্য হবে।
বি-আর পাওয়ারজেন লিঃ আবেদনের সময়সীমা:-
ক) Online-এ আবেদনের সময় শুরু হবে ২০/০৪/২০২৫ তারিখে সকাল ১০.০০ ঘটিকায়।
খ) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৫/০৫/২০২৫ তারিখে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
গ) নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদন করার নির্দেশনা সমূহ:-
- ১। প্রার্থীর আবেদন পত্রে রঙিন ছবি (৩০০x৩০০ pixel) এবং স্বাক্ষর (৩০০x৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
- ২। অনলাইন আবেদন সাবমিটের পূর্বে প্রার্থীগণ নিজ দায়িত্বে সকল তথ্য সঠিকভাবে যাচাই করবেন।
- ৩। আবেদন পত্র যথাযথভাবে পূরণ করার পর তা জমা সম্পন্ন হলে Applicant’s Copy প্রদর্শিত হবে। এই কপিটি সংরক্ষণ করতে হবে।
বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ এর পরীক্ষার ফি ও SMS প্রেরণের নিয়মাবলী:
১ম SMS: BRPGEN User ID লিখে পাঠাতে হবে 16222।
উদাহরণস্বরূপ: BRPGEN ABCDEF & Send to 16222
Reply sms: Applicant’s Name. Tk 112/- will be charged as application fee. Your PIN is XXXXXXXXXXX. To pay fee type BRPGEN YES PIN & Send to 16222.
২য় SMS: BRPGEN YES PIN লিখে পাঠাতে হবে 16222।
উদাহরণস্বরূপ: BRPGEN YES 12345678 & Send to 16222
Reply SMS: Congratulations Applicant’s Name. Payment completed successfully for BRPGEN Application for , User ID is , Password .
(Govt Job Circular 2025) বি-আর পাওয়ারজেন লিঃ নিয়োগ এর প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://brpgen.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। এ কারণে প্রার্থীর মোবাইল নম্বর সবসময় সচল রাখা আবশ্যক।
SMS এর মাধ্যমে User ID এবং Password পুনরুদ্ধার:-
ক. User ID জানা থাকলে:
BRPGEN HELP USER User ID লিখে পাঠাতে হবে 16222।
উদাহরণঃ BRPGEN HELP USER ABCDEF
খ. PIN Number জানা থাকলে:
BRPGEN HELP PIN PIN লিখে পাঠাতে হবে 16222।
উদাহরণঃ BRPGEN HELP PIN 12345678
মৌখিক পরীক্ষার সময় আনতে হবে:-
১। সকল শিক্ষাগত সনদের মূলকপি।
২। জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ।
৩। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য যথাযথ সনদ।
৪। আবেদনপত্রের প্রিন্টকপি।
ডিক্লারেশন: প্রার্থী কর্তৃক আবেদন পত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য হতে হবে। তথ্য মিথ্যা প্রমাণিত হলে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো অযোগ্যতা ধরা পড়লে প্রার্থীর আবেদন বাতিল বলে বিবেচিত হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments