চাকরির খবর প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদ ১০৮ টি। Job Circular 2025।। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত তথ্য ও আবেদনের শর্তাবলী নিম্নে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নাম | প্রধান উপদেষ্টার কার্যালয় |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইন |
পদসংখ্যা ও জনবল: | ১৫ টি পদে ১০৮ জন নিয়োগ |
আবেদন শুরুর তারিখ: | ০৪ মার্চ, ২০২৫ |
আবেদন শেষে তারিখ: | ০৩ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | প্রধান উপদেষ্টার কার্যালয় |
সরকারি চাকরির খবর (প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি) Govt Job Circular
প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: সিষ্টেম এনালিষ্ট
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (২) কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিষ্টেম এনালিষ্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকরি; (৩) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
গ্রেড: ০৫ তম।
বেতন: ৪৩০০০-৬৯৮৫০/- টাকা।
২। পদের নাম: প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪(চার) বৎসর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। (২) কোনো সরকারি / স্বায়ত্তশাসিত / আধাস্বায়ত্তশাসিত / সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ০৪ (চার) বৎসরের চাকরি।
গ্রেড: ০৬ তম।
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
৩। পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ০৯ তম।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
৪। পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ০৯ তম।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
৫। পদের নাম: জনসংযোগ কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ০৯ তম।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
৬। পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ০৯ তম।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
৭। পদের নাম: ৭. ফোরম্যান (অটোমোবাইল)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১০ তম।
বেতন: ১৬০০০-৩৮৬৪০/- টাকা।
৮। পদের নাম: মেইনটেনেন্স সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত ইনষ্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ডিপ্লোমা ডিগ্রি; (২) কম্পিউটার হার্ডওয়ার ও সফট্ওয়ার পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১২ তম।
বেতন: ১১৩০০-২৭৩০০/- টাকা।
৯। পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১২ তম।
বেতন: ১১৩০০-২৭৩০০/- টাকা।
১০। পদের নাম: অডিটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১৩ তম।
বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা।
১১। পদের নাম: বিনিয়োগ সহকারী
পদ সংখ্যা: ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং(৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১৬ তম।
বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
১২। পদের নাম: অভ্যর্থনাকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১৬ তম।
বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
১৩। পদের নাম: ফটোগ্রাফার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপি-তে স্নাতক ডিগ্রি; (২) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদসহ কর্ম অভিজ্ঞতা; এবং (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১৬ তম।
বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
১৪। পদের নাম: লাইব্রেরী সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপি-তে স্নাতক ডিগ্রি; (২) MS Office পরিচালনায় দক্ষতা ;(৩) ইংরেজিতে পারদর্শিতা; এবং (৪) শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
গ্রেড: ১৬ তম।
বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
১৫। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৫৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০ তম।
বেতন: ৮,২৫০ – ২০,১০০ টাকা।
সরকারি চাকরির খবর প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ এর শর্তাবলী:-
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
- বিগত ১৯ মে ২০২৪ তারিখে ‘দৈনিক কালের কণ্ঠ’, ‘দৈনিক সমকাল’ ও ‘দৈনিক ইত্তেফাক’ এবং ‘The Financial Express‘ পত্রিকায় প্রকাশিত বিডা’র ১২ মে ২০২৪ তারিখের ০৩.০৮.২৬ 80.245.11.625.2৩-২৯২ নম্বর স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে উক্ত পদসমূহে যে সকল প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
- প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
- ০১ মার্চ ২০২৫ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে ১৮ (আঠারো) থেকে ৪০ (চল্লিশ) বছর, ২নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে ১৮ (আঠারো) থেকে ৩৫ (পঁয়ত্রিশ) বছর ও ৩ থেকে ১৫নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে ১৮ (আঠারো) থেকে ৩২ (বত্রিশ) বছর হতে হবে। এস.এস.সি/সমমান পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি চাকরির খবর প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ এর প্রার্থীদের যোগ্যতা যাচাই:-
নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়েপ্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বাদাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বাভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায়নকল বা অসদুপায় অবলম্বনকরলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবংতার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিকপরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রেরমূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক)টিকরে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
- ক. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Application Form) ও প্রবেশপত্র (Admit Card);
- খ. আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতারসনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
- গ. আবেদনকারী যে ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড এর বাসিন্দা সেইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক/ পৌরসভারমেয়র বা প্রশাসক/ সিটিকর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলরবা প্রশাসক/ ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কর্তৃক প্রদত্ত (i) নাগরিকত্ব ও (ii) চারিত্রিক সনদপত্র;
- ঘ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
- ঙ. শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রেঅভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদপত্র;
- চ. মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনারপুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতেহবে। এ ক্ষেত্রে নিম্নেরযে কোন একটি সনদগ্রহণযোগ্য বিবেচিত হবে :
সরকারি চাকরির খবর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:-
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন |
প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ এর আবেদনের সময়সীমা নিম্নরূপ :
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৪ মার্চ ২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৩ এপ্রিল ২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ টা।
ক) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন ।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (সর্বোচ্চ ৬ মাস পূর্বের) (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সুতরাং Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতার বিষয়ে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ) পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
কোন Teletalk pre-paid মোবাইলনম্বর ব্যবহার করে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের :
ক) ১ থেকে৬নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ২০০/-(দুইশত) টাকা + Teletalk-এর সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ) ২৩/-(তেইশ) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা। ৭নং ক্রমিকে বর্ণিতপদের জন্য পরীক্ষার ফি২০০/-(দুইশত) টাকা+ Teletalk-এর সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ) ২৩/-(তেইশ) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা।
খ)) ৮ থেকে ৯নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষারফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা+Teletalk-এর সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ) ১৮/-(আঠারো) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ১০ থেকে ১৪নং ক্রমিকেবর্ণিত পদের জন্য পরীক্ষারফি ১০০/-(একশত) টাকা+Teletalk-এর সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ) ১২/-(বারো) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ১১২/-(একশত বারো) টাকা, ১৫ নং ক্রমিকে বর্ণিতপদের জন্য পরীক্ষার ফি৫০/- (পঞ্চাশ) টাকা+Teletalk-এর সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপান্ন) টাকা আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টারমধ্যে জমা দিবেন।
তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিকপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এরসার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/- (ছয়) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা আবেদনের অনধিক৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবেউল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণকরে Submit করা হলেও পরীক্ষারফি জমা না দেয়াপর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীতহবে না ।
বিশেষভাবে উল্লেখ্য “Online আবেদনপত্রের সকল অংশপূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS: BIDA<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BIDA ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 223 or 168 or 112 or 56 will be charged as application fee. Your PIN is XXXXXXXXXX. To pay fee Type BIDA<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BIDA<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BIDA Yes XXXXXXXXXX
Reply: Congratulations, Applicant’s Name, payment completed successfully for BIDA Application for xXXXXXXXXX. User ID is (ABCDEF) and Password is (XXXXXXXXXX).