জব সার্কুলার ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
ইজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)-এ নিম্নলিখিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | ইজিসিবি |
---|---|
চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | নির্ধারিত নয় |
আবেদন শেষ সময়: | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ২৪ মার্চ, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | ইজিসিবি |
Job Circular in BD (ইজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
ইজিসিবি নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
পদের নাম:-
১। সহকারী প্রকৌশলী (আইসিটি)
২। সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন)
৩। সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)
৪। জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)
৫। হিসাব সহকারী
৬। ক্রেন অপারেটর (গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-
প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
বেতন ও অন্যান্য সুবিধাদি:
আকর্ষণীয় বেতন কাঠামো
নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা
যোগাযোগ:
উপমহাব্যবস্থাপক (এইচআরএম) কর্পোরেট অফিস, ইজিসিবি ইউনিক হাইটস (লেভেল-১৫) ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭
ফোন: ৫৫১৩৮৬৩৩-৩৬ (PABX) ইমেইল: [email protected]
আবেদনের শর্ত ও নির্দেশনাবলী:
আবেদনের সময়সীমা ও নিয়মাবলী/শর্তাবলী:
- Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (kb) ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (kb) এর মধ্যে হতে হবে।
- Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
- Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনানুসারে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID ও ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং পরবর্তীতে User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো
ইজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি এর বিশেষ নির্দেশনা:-
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
0 Comments