সরকারি চাকরির খবর ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ পদ ১১৫ টি। CS Feni Job Circular 2025। ফেনী সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। সম্প্রতি ফেনী সিভিল সার্জন অফিস ৫টি ভিন্ন পদের বিপরীতে মোট ১১৫ জন জনবল নিয়োগের জন্য নতুন একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। ১৬ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট www.cs.feni.gov.bd এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ পায়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ০৬ মে ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | ফেনী সিভিল সার্জনের কার্যালয় |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের দিন: | ১৬ এপ্রিল, ২০২৫ |
পদসংখ্যা ও জনবল: | ০৫ টি পদ ১১৫ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদনের শুরু: | ১৬ এপ্রিল, ২০২৫ |
আবেদনের শেষ সময়: | ০৬ সে, ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | ফেনী সিভিল সার্জনের কার্যালয় |
চাকররি খবর (ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ এবং বিস্তারিত :-
১। পদের নাম: পরিসংখ্যানবিদ
শিক্ষাগত যোগ্যতা: ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। খ) কম্পিউটার চালনায় দক্ষতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
পদ সংখ্যা: ০৫ টি।
গ্রেড: ১৪।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা।
২। পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ২০ শব্দ।
পদ সংখ্যা: ০৬ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৩। পদের নাম: গাড়ী চালক
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পদ সংখ্যা: ০২ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৪। পদের নাম: স্বাস্থ্য সহকারী
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদ সংখ্যা: ৯৯ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা।
৫। পদের নাম: ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদ সংখ্যা: ০১ টি।
পদ সংখ্যা: ৯৯ টি।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০/- টাকা।
সরকারি চাকরির খবর ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ এর শর্তাবলী ও যোগ্যতা:-
১। শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচিত করা হবে।
২। আবেদনকারীদের বয়স ১৫ এপ্রিল ২০১৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে।
৩। আবেদনকৃত স্থায়ী ঠিকানা যদি পূর্বে প্রদত্ত ঠিকানা থেকে আলাদা হয়, তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়রের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৪। স্বাস্থ্য সহকারী পদের জন্য যেসব ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিক শূন্য পদের তালিকা রয়েছে তা সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে (www.cs.feni.gov.bd) পাওয়া যাবে।
৫। সরকারি বা আংশিক সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ অনুমোদনপত্র (NOC) মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ এর আবেদন সময়সীমা:-
ক) Online-এ আবেদন ফরমপূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৬/০৪/২০১৫ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা হতে।
খ) Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ০৬/০৫/২০১৫ ইং বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
গ) উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ) Online আবেদন সাবমিট এর সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে
পারবেন।
Online-এ আবেদন প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০Kb স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০Kb এর মধ্যে হতে হবে।
Online-এ আবেদন পত্রে পূরণকৃত তথাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন পত্রপূরণ করার পূবেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
Govt Job Circular এর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান:-
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর এর মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ নং হতে ০৪ নং পর্যন্ত পদের জন্য (১০০/-টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকা সহ অফেরৎযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৫নং পদের জন্য (৫০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ অফেরৎ যোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
“বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদন পত্রের সকল অংশপুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত Online- এ আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
চাকরির খবর ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ এর SMS প্রেরণের নিয়মাবলী:-
১ম এসএমএস:- CSFENI User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: CSFENI ABCDEF & Send to 16222
Reply sms: Applicant’s Name. TK 112/- will be charged as application fee. YourPIN is XXXXXXXXXXX. To pay fee type CSFENI Yes PIN and send to 16222.
২য় এসএমএস:- CSFENI YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: CSFENI YES XXXXXXXXXXX Sent to 16222
Reply SMS: Congratulations Applicant’s name, payment completed successfully for CSFENI Application for (post name) user ID is (ABCDEF) Password (XXXXXXXX)
ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ এর প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://csfeni.teletalk.com.bd অথবা www.cs.feni.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথা সময় জানানো হবে। এ আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিক অনুসরন করা বাঞ্ছনীয়।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন-বর্নিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password ব্যবহার পুনরুদ্ধার করতে পরবেন:-
ক). User ID জানা থাকলে CSFENIHELP < space > User User ID & Send to 16222
Example: CSFENI HELP User ABCDEF
খ. PIN Number: জানা থাকলে
CSFENI HELP < space > PIN PIN NUMBER and send to 16222
Example : CSFENI HELP PIN 12345678.
প্রাথমিক ভাবে যাচাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজ পত্র সমূহের মূল কপি বাধ্যতামুলক ভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন / প্রত্যয়ন সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখ সহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।
মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ/ প্রয়োজনীয় কাগজ পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে:-
- ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/ সাময়িক সনদপত্র/ প্রত্যয়নপত্র/ অনুমতিপত্র/ অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।
- খ) চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করত:) জাতীয়তা ইত্যাদি
সনদপত্র। - গ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি।
- ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র/ প্রমাণক। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার পুত্র কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
- ঙ) ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী (উপজাতি) কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক / দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ পত্র ।
- ছ) প্রযোজ্য ক্ষেত্রে সরকারি/ সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার দক্ষতার প্রমাণ স্বরূপ সনদপত্র।
- জ) ডাউনলোডকৃত Applicant’s Copy এবং Admit Card এর রঙিন প্রিন্ট কপি।
- ঝ)গাড়ী চালক পদের ক্ষেত্রে হালকা যানবাহন চালনার হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের মূলকপি।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হইবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারনা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগেরপরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments