সরকারি চাকরির খবর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ পদ ৩৫ টি। Job Circular 2025। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (MOD) কর্তৃক নতুন এই সরকারি চাকরির বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে ০৯ এপ্রিল ২০২৫ তারিখে। এই নিয়োগের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মোট ৩৫ টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম | প্রতিরক্ষা মন্ত্রণালয় |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ০৯ এপ্রিল, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইন |
পদসংখ্যা ও জনবল: | ০৬ টি পদে ৩৫ জন নিয়োগ |
আবেদন শুরুর তারিখ: | ১৬ এপ্রিল, ২০২৫ |
আবেদন শেষে তারিখ: | ৩০ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | প্রতিরক্ষা মন্ত্রণালয় |
আজকের চাকরির খবর (প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি) Govt Job Circular
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ ও কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দ।
বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- টাকা
২। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী। কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৩। পদের নাম: লাইব্রেরি এসিসটেন্ট
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স; এবং গ্রন্থাগারকাজে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড-১৫) ৯,৭০০-২২,৪৯০/- টাকা।
৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা
৬। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা
চাকরির খবর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ এর শর্তাবলী:-
- সকলজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- সকলপদে ০৬/০৪/২০১৫খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২বছরের মধ্যে হতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্তশিথিলযোগ্য।
- বয়স প্রমাণের ক্ষেত্রেকোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- সরকারি, আধা-সরকারি ওস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিরক্রমিক ১ ও ৪-এ বর্ণিত পদেরক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্তসিথিলযোগ্য হিসেবে গণ্য হবে।
- বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর option select করতে হবে। চাকরিরতপ্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যইনিম্নবর্ণিত সনদসমূহের মূলকপি প্রদর্শন করতে হবে এবংএকসেট সত্যায়িত কপি জমা দিতেহবে:-
- (ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকারপ্রশিক্ষণের সনদ এবং সম্প্রতিতোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপিরঙ্গিন ছবি;
- (খ) জাতীয় পরিচয়পত্র, অনলাইনে পূরণকৃত Application Form এবং Admit Card;
- (গ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ওবীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; এবং
- (ঘ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিকপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গেরকোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও শর্তাবলি:-
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনেরসময়সীমা নিম্নরূপ:-
(i) আবেদনফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬এপ্রিল ২০২৫ সকাল ১০:০০ টা।
(ii) শেষ তারিখ ওসময়: ৩০ এপ্রিল ২০২৫বিকাল ০৫:০০ টা।
“উক্তসময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এরসময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফিজমা দিবেন।”
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ ১০০KB ও স্বাক্ষরের সাইজ ৬০KB এরমধ্যে হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃতহবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করারপূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতাসম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিতহবেন ।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রেরএকটি রঙিন প্রিন্টকপি পরীক্ষাসংক্রান্ত যে কোনো প্রয়োজনেসহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষারসময় এক কপি জমাদিবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করেক্রমিক ১-৫ নংপদের জন্য পরীক্ষার ফিবাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকেরসার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা; ক্রমিক-৬ নং পদেরজন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকেরসার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/- (ছয়) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা এবং সনগ্রসরনাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিকপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গেরপ্রার্থীগণ) সকল গ্রেডের পদেরপরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকেরসার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসহঅফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা।
অনধিক ৭২ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানেবিশেষভাবে উল্লেখ্য যে, Online আবেদনপত্রের সকল অংশ পূরণকরে Submit করা হলেও পরীক্ষারফি জমা না দেয়াপর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীতহবে না ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ এর SMS প্রেরণের নিয়মাবলি:-
প্রথম SMS: MODUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: MOD ABCDEF.
Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type MOD Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: MOD YesPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: MOD Yes 12345678
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for MOD Application for (post name). User ID is (ABCDEF) and password (xxxxx).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্রযোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্তযাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়াএবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
0 Comments