আজকের চাকরির খবর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ। LPAD Job Circular 2025। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে (ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ২৩ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
পদসংখ্যা ও জনবল: | ০৬ টি পদে ৩৮ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ২৫ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ২৪ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ |
চাকরির খবর (লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বকৃত বিশ্ববিদ্যা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং (ঙ) কম্পিউটারে Word processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা।
২। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা।
৩। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে; এবং কম্পিউটারে Word processing-সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০২০০-২৪৬৮০/- টাকা।
৪। পদের নাম: অফিস সহকারী- কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
৫। পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
৬। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- টাকা।
সরকারি চাকরির খবর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ এর সাধারণ শর্তাবলী:-
- ১ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখেপ্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বৎসরএবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বৎসর হতেহবে। বয়স প্রমাণের ক্ষেত্রেএফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেচাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক (v) চিহ্ন দিতে হবে। অন্যদেরক্ষেত্রে এই শর্ত প্রযোজ্যনয়। তবে সকল চাকরিরতপ্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
- এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ৪ ও ৬ নং ক্রমিকেরশূন্যপদ পূরণে “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেডকর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত বিধিমালা, ২০২০)”, ৩ নং ক্রমিকেরশূন্যপদ পূরণে “মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাবকোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮” এবং ২ ও৫ নং ক্রমিকের শূন্যপদপূরণে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।
- “বিভাগীয়প্রার্থী” অর্থ “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেডকর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত বিধিমালা, ২০২০)” এর আওতায় নিয়োগপ্রাপ্তবা নিয়োজিত কর্মচারী।
- সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের ক্ষেত্রে লিখিতপরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যাবহারিক পরীক্ষায় এবং ব্যাবহারিক পরীক্ষায়উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্যপদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ এর আবেদন প্রক্রিয়া:-
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://lpad.teletalk.com.bd ওয়েবসাইটেআবেদনপত্র পূরণ করবেন।
(i) Online-এআবেদনপত্র পূরণ ও পরীক্ষারফি জমাদান শুরুর তারিখ:২৫-০৩-২০২৫খ্রিঃ
(ii) Online-এআবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৪-০৪-২০২৫ খ্রি:
”উক্তসময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এরসময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফিজমা দিতে পারবেন।”
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতেহবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃতহবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করারপূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতাসম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি গ্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ এর আবেদন ফি:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১-৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১২ (বারো) টাকাসহ সর্বমোট ১১২ (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) এবং ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা দিতে হবে।
এসএমএস প্রেরণের নিয়মাবলি:-
প্রথম SMS: LPADUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : LPAD ABCDEF & send to 16222
Reply: Applicant’s name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type LPAD Yes PIN and send to 16222
দ্বিতীয় SMS: LPAD Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: LPAD Yes 12345678
Reply: Congratulations! Applicant’s name, Payment completed successfully for LPAD Application for (post name) User ID is (ABCDEF) and password ( xxxxxx ).
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://Ipad.teletalk.com.bd অথবা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েবসাইট www.legislativediv.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
0 Comments