সরকারি চাকরির খবর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
Palli Bidyut Samity Job Circular 2025। পল্লী বিদ্যুৎ সমিতি ০৩ জেলায় নিয়োগ।পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নাম | পল্লী বিদ্যুৎ সমিতি |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ: | ০১, ১১, ১৩ মে ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে |
পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন |
আবেদন শুরুর তারিখ: | ২০ মে, ২০২৫ |
আবেদন শেষ: | ১৫ মে, ২৯ মে, ১৫ জুন, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | পল্লী বিদ্যুৎ সমিতি |
সরকরি চাকরির খবর (পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Govt Job Circular 2025
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি – ০১ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি :-
১। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০১ টি (কম/বেশী হতে পারে)।
যোগ্যতা:
- (ক) প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ নূন্যতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন বুঝা, পূর্ণ প্রতিবেদন ও সময়সূচী পড়ার পর্যাপ্ত সামর্থ থাকতে হবে | এবং লাগ বই পুরণের সক্ষমতা থাকতে হবে।
- (খ) প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইন্সেসের সত্যায়িত কপি আবেদনের সাথে জমা প্রদান করতে হবে।
- (গ) কোন সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ বড় শিল্প কারখানা/বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালনার রক্ষণাবেক্ষণ কাজে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা (যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গণনা করা হবে) থাকতে হবে। বিগত ০৩ (তিন) বছরে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি মর্মে প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যায়ণপত্র থাকতে হবে।
- (ঘ) প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র, সুস্বাস্থ্য ও সন্তোষজনক ব্যক্তিত্বে অধিকারী হতে হবে।
- (ঙ) বাপবিবোর্ড/পৰিস কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় যানবাহন চালনা, ছোট ধরনের ইঞ্জিন রিপিয়ারিং, টিউনআপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে।
- (চ) পবিস এর অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১৬,৬০০ – ৪১,৯৫০ টাকা।
২। পদের নাম: কুক কাম-কেয়ার টেকার
পদ সংখ্যা: ০১ টি (কম/বেশী হতে পারে)।
যোগ্যতা:
- ক) এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- খ) সৎ, বিশ্বস্ত ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
- গ) রান্নার কাজে ০৪ (চার) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ঘ) সু-স্বাস্থের অধিকারী হতে হবে।
- ঙ) সব ধরনের দেশীয় ও পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৫,৫০০ – ৩৯,১৭০ টাকা (নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদি অন্তর্ভুক্ত)।
৩। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৩ টি (কম/বেশী হতে পারে)।
যোগ্যতা:
- ক) এস. এস. সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- খ) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
- গ) প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঘ) সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
- ঙ) প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, পরিস্কার-পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে ।
বেতন: ১৫,৫০০ – ৩৯,১৭০ টাকা (প্রাথমিক ধাপ ১৫,৫০০ টাকা, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদি নিয়মানুযায়ী অন্তর্ভুক্ত)।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম পবিস-৩ এর ভৌগলিক এলাকার (সীতাকুন্ড, মীরসরাই ও হাটহাজারী উপজেলা) স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলি, চট্টগ্রাম পবিস-৩ এর নিজস্ব ওয়েবসাইট (www.pbs3.chittagong.gov.bd) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) এ পাওয়া যাবে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি – ০২ কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি :-
১। পদের নাম: সহকারী ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৪ টি (কম/বেশী হতে পারে)
যোগ্যতা:
- ক) এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান বেশী হতে খ্রিঃ তারিখে উভয় পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে পারে) প্রার্থীর বয়স উত্তীর্ণ হতে হবে। ১৮ হতে ৩২ অগ্রাধিকার । ৪৬,২৪০.০০ টাকা দেওয়া হবে) এবং নিয়ম অনুযায়ী বছরের মধ্যে থাকতে হবে। বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদেয় হবে।
- খ) কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ (দশ) শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ (ত্রিশ) শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে ।
- গ) অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে।
- ঘ) সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জমা প্রদান করতে হবে। ভাতাদি প্রদেয় হবে ।
- ঙ) প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে।
- (চ) পাটিগণিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ী ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি।
এলাকার তালিকা ওয়েব সাইটে দেওয়া আছে) ।
বিঃদ্রঃ নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী কুড়িগ্রাম-লালমনিরহাট পবিসের নিজস্ব ওয়েবসাইট (www.pbs.kurigram.gov.bd) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) এ পাওয়া যাবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি – ০৩ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি :-
১। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০২ টি (কম/বেশী হতে পারে)
যোগ্যতা:
- ক) এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- খ) প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
- গ) প্রার্থীকে সুন্দর শারিরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে।
- ঘ) প্রার্থীকে বাই- সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
বেতন: ১৫,৫০০ হতে ৩৯,১৭০এর প্রাথমিক ধাপ ১৫,৫০০ টাকা, এছাড়াও নিয়মানুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদেয়।
যেসকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন
- ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ভৌগোলিক এলাকার (সাভার উপজেলার সান্ডার পৌরসভা, সাভার ইউনিয়ন, তেতুলঝোড়া ইউনিয়ন, বনগ্রাম ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন, ভাকুর্তা ইউনিয়ন, কাউন্দিয়া ইউনিয়ন ও ধামরাই পৌরসভার অধিভুক্ত
- ৩৯১৭০/- টাকা পাথালিয়া ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর, ভবানীপুর, কালিয়াকৈর, মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের কেষ্টিগ্রাম, কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের কানারচর ও কদমতলী গ্রাম, অন্যান্য টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্দি ভাতাদি প্রদেয়।
- ইউনিয়নের কহেলা, ওয়াশি, উত্তর ওয়াশি, নতুন কহেলা, দেওলিয়াপাড়া, পাইকপাড়া, চৌহাট ইউনিয়ন, আমতা ইউনিয়ন, মহিশাষী ইউনিয়ন, কুশুরা ইউনিয়ন, বাইশাকান্দা ইউনিয়ন, সুতিপাড়া ইউনিয়ন ও নবগ্রাম) স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগ আবেদন করতে পারবে।
নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলি, ঢাকা পবিস-৩ এর নিজস্ব ওয়েবসাইটঃ www.pbs3.dhaka.gov.bd এ পাওয়া যাবে।
0 Comments