চাকরির নিয়োগ বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ পদ ৩০ টি। Post Office Job Circular 2025। বাংলাদেশ ডাক বিভাগ দেশের অন্যতম সরকারি প্রতিষ্ঠান, যা ডাক সেবা ও জীবন বীমা কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি, ডাক জীবন বীমা পূর্বাঞ্চল, ঢাকা অফিসের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ ডাক বিভাগ |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১৭ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০৯ টি পদে ৩০ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ১৯ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ০৮ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ ডাক বিভাগ |
সাপ্তাহিক চাকরির খবর (বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Job Circular 2025
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২। পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা: ০৪ টি ।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; খ) সাঁটলিপিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৮০ ও ৬০ শব্দ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩। পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট (ফিল্ড)
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৪। পদের নাম: ড্রাইভার (হালকা)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা/ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা গাড়ি চালনার ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬। পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট ইন পিএলআই।
পদ সংখ্যা: ০৭ টি ।
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা ।
৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
৮। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
৯। পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ; এবং খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রার্থীর বয়সসীমা:-
২.১ ১৮ নভেম্বর২০২৪ এ প্রকাশিত অধ্যাদেশনং-১১ অনুযায়ী সকলপ্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।এক্ষেত্রে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮-৩২ বছর এর মধ্যে হতে হবে ০১.০৩.২০২৫ তারিখে
প্রার্থীর বয়সকম বা বেশি হলেআবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়সপ্রমাণের জন্য প্রযোজ্য ক্ষেত্রেএসএসসি বা সমমানের পরীক্ষারমূল/সাময়িক সনদে অথবা ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র (NID) সনদপত্রে প্রদত্ত জন্ম তারিখ বয়সগণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যইবাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাহতে হবে। নাগরিকত্ব প্রমাণেরজন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট ইউনিয়নপরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন-এরযথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
সাপ্তাহিক চাকরির খবর বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ নিয়োগ এর শর্তাবলী:-
- সরকারের পূর্বানুমতিব্যতিরেকে কোন প্রার্থী কোনবিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহকরতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনেরঅযোগ্য বলে বিবেচিত হবেন।
- ক) প্রজাতন্ত্রেরকর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষেরঅধীনে চাকুরিরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সেরপ্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে নিয়োগের জন্যনির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
- খ) প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষেরঅধীন চাকুরি হতে অপসারিত হয়েছেনবা চাকুরি হতে ইস্তফা দিয়েছেনএমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবেএই ক্ষেত্রে প্রার্থীকে চাকুরি হতে অপসারণ আদেশেরকপি বা ইস্তফাপত্র গৃহীতহয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশনামা দাখিল করতে হবে।
- গ) কোন প্রার্থী ফৌজদারিআদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হলে কিংবা প্রজাতন্ত্রেরকর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষেরঅধীনে চাকুরি হতে বরখাস্ত হয়েথাকলে তিনি আবেদনের অযোগ্যবলে বিবেচিত হবেন।
- প্রার্থী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে যথাযথ কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত সনদপত্রের প্রমাণক দাখিল করতে হবে।
- প্রতিবন্ধী প্রার্থীদেরকেসমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবাঅফিসের উপ-পরিচালক/সমমর্যাদাসম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র দাখিল করতে হবে।
- প্রার্থী ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলাপ্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
- প্রার্থী তৃতীয়লিঙ্গের হলে সিভিল সার্জনকর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
”প্রার্থীকে মৌখিকপরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতা, সকল অভিজ্ঞতা, কোটা বা অন্যকোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রসমূহের মূল কপি (যেমনশিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বয়স প্রমাণের সনদপত্র, অভিজ্ঞতা/অন্যান্য যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানার সনদপত্র, কোটা সুবিধার ক্ষেত্রেপ্রযোজ্য সনদপত্র ইত্যাদি) প্রদর্শন করতে হবে এবংসনদপত্রসমূহের এক সেট সত্যায়িতফটোকপি জমা দিতে হবে।”
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:-
ক) পরীক্ষায়অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ –এরওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনেআবেদনপত্র পূরণ ও পরীক্ষারফি জামাদানের সময় নিম্নরূপ-
(i) আবেদনপত্রপূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৯-০৩-২০২৫ খ্রিস্টাব্দসকাল ১০:০০ ঘটিকা।
(ii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ওসময় : ০৮-০৪-২০২৫খ্রিস্টাব্দ রাত ১১:৫৯ঘটিকা।
(iii) আবেদনপত্রজমাদানের শেষ তারিখ অর্থাৎ০৮-০৪-২০২৫ খ্রিস্টাব্দ-এর মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত আবেদনকারীগণ পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত SMS-এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফিজমা দিতে পারবেন। নির্ধারিততারিখ ও সময়ের পরেকোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
(iv) শেষতারিখ ও সময়ের অপেক্ষানা করে হাতে পর্যাপ্তসময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শপ্রদান করা হচ্ছে।
খ) অনলাইন আবেদনপত্রেপ্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ পিক্সেল × প্রস্থ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য৩০০ পিক্সেল × প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যানকরে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজসর্বোচ্চ ৬০ কিলোবাইট হতেহবে।
গ) অনলাইন আবেদনেপূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃতহবে, সেহেতু অনলাইন আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃতসকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিতহবেন।
অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
কোন Teletalk Pre-paid Mobile নম্বর ব্যবহার করে ০২ (দুই)টি পৃথক SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৬নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২.০০ টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৭-৯নং ক্রমিকের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬.০০ টাকাসহ সর্বমোট মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬.০০ টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
সাপ্তাহিক চাকরির খবর বাংলাদেশ ডাক বিভাগ SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS: PLIECUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PLIEC ABCDE and send to 16222
Reply: Applicant’s Name, Tk 112 / 56 will be charged as Application fee. Your PIN is 12345678. To pay fee, Type PLIECYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: PLIECYesPIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: PLIEC YES 12345678 and send to 16222
Reply: Congratulations Applicant’s Name. Payment completed successfully for PLIEC Application for (Post Name), User ID is (ABCDEF) and Password (******)
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সবসময় সচল রাখতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মোবাইল নম্বর সক্রিয় না রাখার কারণে কোন তথ্য বা SMS পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঘোষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা (Declaration) অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
0 Comments