সাপ্তাহিক চাকরির যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
TEMO Job Circular 2025। যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা নিয়োগ। যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো) বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যা যানবাহন ও যন্ত্রপাতি সংরক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করে। সম্প্রতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন এই সংস্থাটি বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
---|---|
চাকরির খবর: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১৭ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০৯ টি পদে ৩০ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ২৪ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ২৮ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
সাপ্তাহিক চাকরির খবর (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ ২০২৫) Job Circular
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: হিসাব রক্ষক
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ)।
MS Office ব্যবহারে দক্ষতা।
২। পদের নাম: স্টোর কিপার
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস। যানবাহন মেরামত সংশ্লিষ্ট স্টোর রক্ষণাবেক্ষণে ৩ বছরের অভিজ্ঞতা।
MS Office ব্যবহারে দক্ষতা।
৩। পদের নাম: জুনিয়র মেকানিক
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৩ মাসের ট্রেড কোর্স সম্পন্ন।
৪। পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ।
৫। পদের নাম: ওয়েল্ডার
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ মাসের ট্রেড কোর্স।
৩ বছরের কাজের অভিজ্ঞতা।
৬। পদের নাম: ড্রাইভার কাম-মেকানিক
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন মেরামতে ৩ বছরের অভিজ্ঞতা।
৭।পদের নাম: জুনিয়র বডি রিপিয়ারার
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। ৩ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ।
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
৮।পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস। কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা।
(ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে)।
সাপ্তাহিক চাকরির খবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ নিয়োগ এর শর্তাবলী:-
- ক) ০১ মার্চ ২০২৫তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২বছর হতে হবে।
- খ) কোটা সংক্রান্ত বিষয়েসরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
- গ) সরকারি, আধা-সরকারি ওস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরতপ্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর option select করতে হবে। অন্যদেরক্ষেত্রে এই শর্ত প্রযোজ্যনয়। তবে সকল চাকরিরতপ্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষকর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমাদিতে হবে।
- ঘ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যইনিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শনকরতে হবে:
- ১। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকারপ্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের একসেটসত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
- ২। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:-
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্যশর্ত ও তথ্যাবলীসহ পূর্ণাঙ্গনিয়োগ বিজ্ঞপ্তি যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণসংস্থা (টেমো) এর ওয়েবসাইটেও (www.temo.gov.bd) পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এআবেদনপত্র পূরণ ও পরীক্ষারফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪মার্চ, ২০২৫ তারিখ সকাল১০.০০টা;
(ii) Online-এআবেদনপত্র জমাদানের শেষ তারিখ ওসময়: ২৮ এপ্রিল, ২০২৫তারিখ বিকাল ৫.০০টা।
উক্তসময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এরসময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফিজমা দিবেন।
খ. Online আবেদনপত্রে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতেহবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃতহবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করারপূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতাসম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিতহবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রেরএকটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্তযে কোন প্রয়োজনে সহায়কহিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষারসময় এক কপি জমাদিবেন।
অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে ক্রমিক নং-১ হতে ৮ এর জন্য অর্থাৎ ১০০/- (একশত মাত্র) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার টাকা মাত্র) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি ৫০/- টাকা সার্ভিস চার্জ ৬/- টাকা। বিশেষভাবে উল্লেখ্য “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
সাপ্তাহিক চাকরির খবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS: TEMO User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
Example: TEMO ABCDEF
Reply: পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য ও PIN নম্বর প্রদান করা হবে।
দ্বিতীয় SMS: TEMO YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
Example: TEMO YES XXXXXXXXXX
Reply: সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://temo.teletalk.com.bd অথবা যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো) Website: এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
“ঘোষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা (Declaration) অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।”
0 Comments