সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ০৪ টি পদে ৫৪ জন নিয়োগ।
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য ০৪ টি পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের পরিচিতি | সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ |
---|---|
চাকরির প্রকৃতি: | বেসরকারি চাকরি |
প্রকাশের দিন: | ২১ নভেম্বর ২০২৪ |
পদসংখ্যা ও জনবল: | ০৪ টি পদে মোট ৫৪ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদন শুরু হওয়ার সময়: | ২১ নভেম্বর ২০২৪ |
আবেদনের শেষ সময়: | ০৮ ডিসেম্বর ২০২৪ |
অফিশিয়াল পোর্টাল: | সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ |
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ –
১. পদের নাম ও সংখ্যা:
সহকারী শিক্ষক: (ইংরেজি ভার্সন)
বাংলা-০৩ জন।
ইংরেজি-০১ জন
গণিত-০১ জন
প্রাক-প্রাথমিক-০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। প্রাক-প্রাথমিকের জন্য যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না ।
বেতন স্কেল: গ্রেড-১১ (স্কেল: টাকা ১২৫০০-৩০২৩০) (৩০০০/- তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।)
আরো পড়ুন
প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
সহকারী শিক্ষক: (ইংরেজি ভার্সন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান
গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: গ্রেড-১০ (স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০) (৩০০০/- তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।)
২. পদের নাম:
সহকারী শিক্ষক: (ইংরেজি ভার্সন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১ জন
সহকারী শিক্ষক : (বাংলা ভার্সন) সাধারন বিজ্ঞান-০৪ জন
অর্থনীতি-০২ জন
ভূগোল ও পরিবেশ-০২ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। প্রাক-প্রাথমিকের জন্য যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না ।
বেতন স্কেল: গ্রেড-১১ (স্কেল: টাকা ১২৫০০-৩০২৩০ )
সহকারী শিক্ষক : (বাংলা ভার্সন)
শারীরিক শিক্ষা-০২ জন
(০১ জন পুরুষ, ০১ জন মহিলা)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। প্রাক-প্রাথমিকের জন্য যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: গ্রেড-১০ (স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০ )
সহকারী শিক্ষক : (বাংলা ভার্সন)
বাংলা-০৩ জন
ইংরেজি-০২ জন
গণিত-০৫ জন
পদার্থবিজ্ঞান-০২ জন
রসায়ন-০১ জন
ব্যবসায় শিক্ষা-০১ জন
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা-০২ জন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা-০১ জন
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়- ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান।
বেতন স্কেল: গ্রেড-১১ (স্কেল: টাকা ১২৫০০-৩০২৩০ )
৩. পদের নাম: এডমিন সুপারভাইজার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান। প্রশাসনিক সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সামরিক বাহিনী থেকে অবসর প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: বেতন সর্বসাকুল্যে টাকা। ২৫,০০০/- এছাড়া ও প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
৪. পদের নাম: ৪র্থ শ্রেণির কর্মচারী
আয়া (ডে-কেয়ার সেন্টার ও প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের পরিচর্যা করার জন্য)-০২ জন।
পরিচ্ছন্নতাকর্মী-০২ জন
নিরাপত্তা প্রহরী-০৫ জন
মালী-০১ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম শ্রেণি পাস /জেএসসি/ সমমানের যোগ্যতা।
গ্রেড-২০ (স্কেল: টাকা ৮২৫০-২০০১০)
২১শে নভেম্বর থেকে ০৮ই ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ তথ্য:
- চাকরিতে যোগদানের শুরুতেই প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সুযোগ সুবিধা (শিক্ষাভাতা, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা, উৎসবভাতা, নগরভাতা, বিশেষ প্রনোদনা ও অন্যান্য ভাতা) প্রদান করা হবে।
- শিক্ষানবিশকাল ০২ (দুই) বছর। শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে চাকরি নিয়মিতকরণ করা হবে। চাকরি নিয়মিতকরণ করা হলে সহকারী শিক্ষক বিএড/ সমমান ডিগ্রিধারীগন ১০ম গ্রেডে বেতনসহ বিভিন্ন সুবিধা এবং অন্যান্য কর্মচারীগণ বিভিন্ন সুবিধা যেমন: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অবসর সুবিধা ও কল্যাণ সুবিধা প্রাপ্য হবেন।
- শিক্ষকদের সন্তানদের দেখাশোনার জন্য প্রতিষ্ঠানের অর্থায়নে শীতাতপ নিয়ন্ত্রিত ডে-কেয়ার সেন্টার রয়েছে।
- শিক্ষাগত যোগ্যতা: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ২০২১ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা।
- বয়স: সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের বয়সসীমা ২১/১১/২০২৪ পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর অন্যান্য পদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে ।
আরো পড়তে পারেন –
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কোথায় অবস্থিত?
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বছর ?
এই বিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়ে কোন কোন গ্রুপে পড়াশোনা করা যায়?
বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ রয়েছে। মানবিক বিভাগ শুধুমাত্র মেয়েদের জন্য।
0 Comments