বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
(Bangladesh Job) স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP) এক্সিকিউটিভ ডেডেলোপমেন্ট প্রোগ্রাম (EDP) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেজগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের অধীন পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য আকর্ষনীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি।
এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় |
---|---|
চাকরির প্রকৃতিঃ | Government Jobs |
আবেদনের পদ্ধতিঃ | অফলাইনে |
আবেদনের শেষ সময়: | ১৫ জানুয়ারি ২০২৫ |
প্রতিষ্ঠিতঃ | ১৯২১ |
অবস্থান: | তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ |
প্রকারঃ | সরকারি |
খাত: | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যানেজমেন্ট, এবং টেক্সটাইল বিজ্ঞান। |
বিশেষায়ন: | টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য উচ্চশিক্ষা এবং গবেষণা প্রদান। |
অফিশিয়াল পোর্টালঃ | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় |
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পদের নাম ও বিস্তারিতঃ-
১. পদের নাম: নির্বাহী (অর্থ ও হিসাব) এক্সিকিউটিভ
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিনান্স/বিজনেসে ন্যূনতম এমবিএ/মাস্টার্স ডিগ্রি এবং একই ধরনের কাজের ন্যূনতম 3 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। প্রাসঙ্গিক পেশাদার ডিগ্রি (সিএ/সিএফএ) এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি এপিডি (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ।
২. পদের নাম: নির্বাহী (প্রশাসন ও প্রোগ্রাম)
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিএ/মাস্টার্স ডিগ্রি এবং অনুরূপ কাজের ন্যূনতম 3 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। এপিডি-র তত্ত্বাবধানে কর্মসূচি ও প্রকল্পগুলি মসৃণভাবে পরিচালনার জন্য তিনি দায়বদ্ধ।
৩. পদের নাম: অফিস অ্যাটেন্ডেন্ট
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিএ/মাস্টার্স ডিগ্রি এবং অনুরূপ কাজের ন্যূনতম 3 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
৪. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এস. এস. সি পাস।
এক্সিকিউটিভ ডেডেলোপমেন্ট প্রোগ্রাম এর আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী:-
- ১। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রাদির সত্যায়িত অনুলিপি, সংযুক্ত ফরম্যাট অনুযায়ী জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র দাখিল করতে হবে।
- ২। প্রার্থী সম্পর্কে পরিচয়দানে সক্ষম আত্মীয় নয় এমন দুইজন বিশিষ্ট্য ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে (টেলিফোন/মোবাইল নম্বর সহ), যাদের নিকট হতে প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও উপযুক্ততা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গ্রহন করা যেতে পারে।
- ৩। প্রত্যেক পদের জন্য ৫ (পাঁচ) সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে। ৪। আবেদনপত্রের খামের উপর সুস্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
- ৫। চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র আগামী ১৫/০১/২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে SICIP, EDP-BUTEX দপ্তরে (কক্ষ নং-৪০৪ (এ), ৪র্থ তলা, প্রশাসনিক ভবন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮) প্রেরণ করতে হবে।
কোন পদে প্রার্থীর সংখ্যা বেশী হলে প্রয়োজনবোধে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে।
শুধুমাত্র বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকা থেকে প্রার্থীদের লিখিত পরীক্ষা / সাক্ষাৎকারের জন্য তারিখ, সময় ও স্থান পত্র / এসএমএস এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ ও ট্রান্সক্রিপ্টের মূলকপি দেখাতে হবে।
কর্মকর্তা পদে অভিজ্ঞতা বলতে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাকে বুঝাবে। প্রার্থীকে কম্পিউটার চালনা ও আইটি দক্ষতা সম্পন্ন হতে হবে।
কর্তৃপক্ষ কোন প্রকার কারন প্রদর্শন ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহন / বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। আবেদনের সাথে দাখিলকৃত কোন প্রকার কাগজপত্র ফেরত প্রদান করা হবে না।
অসম্পূর্ন ও ভুল আবেদনপত্র সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে।
সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের কোন সদস্যের জন্য “যৌতুক নিবেন না বা দিবেন না” মর্মে অঙ্গীকার প্রদান করতে হবে। Adamic 31/12/2014 প্রোগ্রাম ডিরেক্টর স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আরো পড়তে পারেন –
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
BUTEX ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণীতে অবস্থিত।
BUTEX-এর শিক্ষার্থীদের সংখ্যা কত?
BUTEX-এ মোট ৩,০৩৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।
BUTEX কবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়?
২০১০ সালে BUTEX পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
BUTEX-এর অধীনে কী ধরনের কোর্স রয়েছে?
BUTEX-এ পাঁচটি অনুষদের অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, এবং পরিবেশ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।
BUTEX-এর প্রধান বৈশিষ্ট্য কী?
BUTEX বাংলাদেশে একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যা গবেষণা এবং শিল্পায়নমুখী শিক্ষার মাধ্যমে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে বিশেষ অবদান রেখে চলেছে।
0 Comments