চাকরির খবর আর্মি মেডিকেল কলেজ যশোর ২০২৫।
Army Medical College Jashore Job Circular 2025 | Job Circular। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আর্মি মেডিকেল কলেজ যশোর – এ নিম্নবর্ণিত ১১ টি পদে ১৭ জন নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | আর্মি মেডিকেল কলেজ যশোর |
---|---|
চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
আবেদনের পদ্ধতি: | অফলাইনে আবেদন |
প্রকাশের তারিখ: | ০৯ জানুয়ারি ২০২৫ |
পদসংখ্যা ও জনবল: | ০২ টি পদে ০২ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ০৬ ফেব্রুয়ারি ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | আর্মি মেডিকেল কলেজ যশোর |
Ajker Chakrir Khobor ( আর্মি মেডিকেল কলেজ যশোর) Private Job Circular 2025
আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১. উপাধ্যক্ষ
২. সহকারী অধ্যাপক (ফিজিওলজি)
৩. প্রভাষক (বায়োকেমিস্ট্রি)
৪. সহকারী অধ্যাপক (ফরেনসিক মেডিসিন)
৫. সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন)
৬. সহকারী অধ্যাপক (প্যাথলজি)
৭. সহকারী অধ্যাপক (ফার্মাকোলজি)
৮. সহকারী অধ্যাপক (মাইক্রোবায়োলজি)
৯. প্রভাষক (ইন্টারনাল মেডিসিন)
১০. অধ্যাপক/সহযোগী অধ্যাপক (জেনারেল সার্জারি)
১১. অধ্যাপক/সহযোগী অধ্যাপক (অবস এন্ড গাইনি)
১২. সহকারী রেজিস্ট্রার
চাকরির খবর আর্মি মেডিকেল কলেজ যশোর আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী:-
আবেদনপত্র জমা: আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে, দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ডাকযোগে, কুরিয়ার অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে: ঠিকানা: আর্মি মেডিকেল কলেজ যশোর, যশোর সেনানিবাস।
আজকের চাকরির খবর আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন ফরম:-
আবেদন ফরম কলেজের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আর্মি মেডিকেল কলেজ যশোর নিয়োগ এর আবেদন বয়সসীমা ও বেতন ভাতা:-
- (৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে):
- উপাধ্যক্ষ/অধ্যাপক: সর্বোচ্চ ৬০ বছর।
- সহযোগী অধ্যাপক: সর্বোচ্চ ৫৫ বছর।
- সহকারী অধ্যাপক: সর্বোচ্চ ৫২ বছর।
- সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক: সর্বোচ্চ ৩৫ বছর।
- বেতন ভাতা: আর্মি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।
এলাকা ভিত্তিক চাকরি মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন ফি:-
প্রত্যেক পদের জন্য ৬০০ টাকার একটি নন-রিফান্ডেবল ব্যাংক ড্রাফট (MICR) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, যা আর্মি মেডিকেল কলেজ যশোর এর অনুকূলে প্রযোজ্য।
মেডিকেল কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ নির্দেশনা:-
- ১. আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
- ২. অসম্পূর্ণ বা দেরিতে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
- ৩. আবেদনকারীদের যাতায়াত বা দৈনিক ভাতার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ বহন করবে না।
- ৪. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
0 Comments