সরকারি চাকরির খবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BPDB Job Circular 2025। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে Online এ ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ: | ২৪ মে, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইন |
পদসংখ্যা ও জনবল: | ০৭ টি পদে ৯১ জন নিয়োগ |
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
নিয়োগ প্রকাশনার উৎস: | প্রথম আলো |
আবেদন শুরুর তারিখ: | ২৮ মে, ২০২৫ |
আবেদন শেষ: | ১৯ জুন, ২০২৫ |
আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Bd Jobs In Bangladesh
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১। পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ৮১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার/ মন্তব্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। এসএসসি/সমমান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৪.০৮.২০২৪ তারিখের অথবা ডিপ্লোমা পরীক্ষার জিপিএ/সিজিপিএ ৩.০০ থাকতে হবে। (খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/ সিজিপিএ এর নিম্নে নয়।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
২। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/ সিজিপিএ এর নিয়ে নয়।(খ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
গ্রেড: ১১।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
৩। পদের নাম: ফার্মাসিস্ট/মেডিক্যাল অ্যাসিস্টেন্ট
পদ সংখ্যা: ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন ফার্মেসি/ ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি/ডিপ্লোমা-ইন- মেডিকেল ফ্যাকাল্টি/সমমান। সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।(খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/ সিজিপিএ এর নিম্নে নয়।
গ্রেড: ১১।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
৪। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন নার্সিং। সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা।
৫। পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদ সংখ্যা: ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন নার্সিং।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৬। পদের নাম: উচ্চমান হিসাব সহকারী
পদ সংখ্যা: ৭৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) বাণিজ্যে স্নাতক ডিগ্রী। কোন পরীক্ষাতেই হয়। বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/ সিজিপিএ এর নিম্নে নয়।
(খ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৭। পদের নাম: জুনিয়র স্টাফ নার্স
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন নার্সিং।
গ্রেড: ১৬।
বেতন: ৯,০০০–২২,৪৯০ টাকা।
৮। পদের নাম: ড্রেসার
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) এসএসসি পরীক্ষায় পাশ। উক্ত পরীক্ষায় ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ এর নিয়ে নয়।
গ্রেড: ১৮।
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা।
৯। পদের নাম: মিডওয়াইফ
পদ সংখ্যা: ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) এসএসসি পরীক্ষায় পাশ। উক্ত পরীক্ষায় ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ এর নিয়ে নয়।
গ্রেড: ১৮।
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা।
(Bangladesh BD Jobs) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এর শর্তাবলী:-
১. যোগ্যতা সংক্রান্ত শর্তাবলি:
শিক্ষাগত যোগ্যতা ও জিপিএ শর্ত:-
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস এবং ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ এর নিচে নয়।
- সিজিপিএ-এর ক্ষেত্রে প্রথম বিভাগ/শ্রেণি ধরা হবে ৪.০০ স্কেলে ৩.০০ বা তদুর্ধ্ব, ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তদুর্ধ্ব।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বয়সসীমা: বয়স ১৯.০৬.২০১৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
চাকরিরত প্রার্থীদের শর্ত: সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের যথাযথ অনুমোদন নিয়ে আবেদন করতে হবে।
কাগজপত্র জমা: মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র ও ১ সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
বিদেশি ডিগ্রিধারীদের ইউজিসি ইকুইভ্যালেন্স সনদ আবশ্যক।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রক্রিয়া:-
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:-
- ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s copy);
- খ) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
- গ) নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
- ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
- ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- চ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র;
- ছ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর পিতা/মাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র/উপযুক্ত প্ৰমাণপত্ৰ।
- জ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বীর মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটড কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্ৰত্যয়নপত্র;
- ঝ) তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;
- ট) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র।
(BD GOVERNMENT JOB অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:-
ক. আবেদনে ইচ্ছুক প্রার্থী http://cssherpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
(Job Circular 2025) আবেদনের সময়সীমা নিম্নরূপ :-
(i) Online এর আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৮.০৫.২০২৫ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা হতে।।
(ii) Online এর আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ১৯/০৬/২০২৫ খ্রি: বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত ।
উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০Xপ্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB এর মধ্যে হতে হবে।
গ. Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online – এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
BD JOBS IN BANGLADESH পরীক্ষার ফি পরিমাণ:-
ক্রমিক নং ১-এর পদের জন্য:
- পরীক্ষার ফি – ২০০/- টাকা।
- সার্ভিস চার্জ (ভ্যাটসহ) – ২৩/- টাকা।
- সর্বমোট – ২২৩/- টাকা।
ক্রমিক নং ২ থেকে ৪-এর পদের জন্য:
- পরীক্ষার ফি – ১৫০/- টাকা।
- সার্ভিস চার্জ (ভ্যাটসহ) – ১৮/- টাকা।
- সর্বমোট – ১৬৮/- টাকা।
ক্রমিক নং ৫ থেকে ৭-এর পদের জন্য:
পরীক্ষার ফি – ১০০/- টাকা।
সার্ভিস চার্জ (ভ্যাটসহ) – ১২/- টাকা।
সর্বমোট – ১১২/- টাকা।
ক্রমিক নং ৮ ও ৯-এর পদের জন্য:
- পরীক্ষার ফি – ৫০/- টাকা।
- সার্ভিস চার্জ (ভ্যাটসহ) – ৬/- টাকা।
- সর্বমোট – ৫৬/- টাকা।
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য (সব পদের ক্ষেত্রে):
- পরীক্ষার ফি – ৫০/- টাকা।
- সার্ভিস চার্জ (ভ্যাটসহ) – ৬/- টাকা।
- সর্বমোট – ৫৬/- টাকা।
(BD JOBS IN BANGLADESH) SMS প্রেরণের নিয়মাবলি:-
প্রথম SMS : BPDB User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPDB ABCDEF.
Reply: Applicant’s Name, Tk 223/168/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BPDBYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS : BPDB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPDB YES 12345678.
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BPDB Application for post XXXXXX User ID is (ABCDEF) and Password (XXXX).
(BD GOVERNMENT JOB) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। ক) User ID জানা থাকলে:-
(i) User ID জানা থাকলে:
BPDBHelp User User ID & Send to 16222.
Example: BPDB Help User ABCDEF & send to 16222.
(ii) PIN Number জানা থাকলে:
PIN Number জানা থাকলে: BPDB HelpPIN PIN No & Send to 16222.
Example: BPDB Help PIN 12345678 & send to 16222.
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(BPDB Job Circular 2025) নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
BPDB Job Circular 2025 PDF Download
0 Comments