বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
Bangladesh Air Force Job Circular 2025। Join Air Force। বিমানসেনা নিয়োগ। বিমানসেনা এন্ট্রি নং- ৫৩ এবং সাইফার এসিস্ট্যান্ট এন্ট্রি নং- ২২ যোগদানের সম্ভাব্য তারিখঃ ০৩ এপ্রিল ২০২৫। সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনক্রমেই এক/ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গন্য হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করা। চাকরির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | Bangladesh Air Force |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
যোগদানের সম্ভাব্য তারিখ: | ০৩ এপ্রিল ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | Bangladesh Air Force |
চাকরির খবর ২০২৫ (Bangladesh Air Force) Govt Job Circular 2025
বাংলাদেশ বিমান বাহিনী যোগদানের জন্য শিক্ষাগত যোগ্যতা:–
সাইফার এসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/বিকম/বিএ (স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।
টেকনিক্যাল ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫।
নন-টেকনিক্যাল প্রভোস্ট: এসএসসি/সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫।
বিশেষ শিক্ষাগত যোগ্যতা:-
স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ এবং সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ:-
- সাইফার এসিস্ট্যান্ট: আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
- টেকনিক্যাল ট্রেড: আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
- নন-টেকনিক্যাল প্রভোস্ট: আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
- প্রভোস্ট: শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
- বিঃদ্রঃ প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে।
অন্যান্য যোগ্যতা সমূহ:-
জাতীয়তা: বাংলাদেশি পুরুষ নাগরিক।
বয়স: সকল ট্রেড: ১৬-২১ বছর (০৩ এপ্রিল ২০২৫ তারিখে)।
সাইফার এসিস্ট্যান্ট: সর্বোচ্চ ২৮ বছর (০৩ এপ্রিল ২০২৫ তারিখে)।
বিঃদ্রঃ: বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থা:-
সকল ট্রেড: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
সাইফার এসিস্ট্যান্ট: বিবাহিত/অবিবাহিত (বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
বাংলাদেশ বিমান বাহিনী যোগদানের জন্য শারীরিক যোগ্যতা:-
উচ্চতা:-
সকল ট্রেড: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
প্রভোস্ট: ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
বুকের মাপ: ন্যূনতম ৩০ ইঞ্চি; প্রসারণ ২ ইঞ্চি।
চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
অযোগ্যতা: সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত/অপসারিত। ২। কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। ৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত।
বিমানসেনা এন্ট্রি নং- ৫৩ এবং সাইফার এসিস্ট্যান্ট এন্ট্রি নং- ২২
যোগদানের সম্ভাব্য তারিখঃ ০৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি:-
বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য।
পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনক্রমেই এক/ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গন্য হবে। অনলাইনে আবেদনের সময়সীমাঃ ০৫ হতে ১৫ সেপ্টেম্বর ২০২৪।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ অনলাইনে আবেদনের নিয়মাবলী:-
- অনলাইন পদ্ধতিতে সরাসরি: ওয়েবসাইটে ‘Apply Now’ -এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- (দুইশত টাকা) পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
- এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login -এ ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।
- অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে ‘Submit’ করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে ‘Submit’ করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না। আবেদনপত্র ‘Submit’ করার পর পরীক্ষার প্রবেশপত্র ‘Download’ করা যাবে।
- এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোক- পিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
- কোনো আবেদনকারী এসএম- এসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের ২৪ ঘন্টার মধ্যে ‘helpdesk@baf.mil.bd’ ঠিকানায় ইমেইল করে জানাতে হবে
- বিঃ দ্রঃ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন সদ্য তোলা রঙ্গিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
(Bangladesh Air Force Job Circular 2025) আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:-
- প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ/কাগজ পত্রাদিসহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবেঃ
- ১। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশীটসমূহের সত্যায়িত ফটোকপি ।
- ২। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ।
- ৩। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের/পিতা/মাতা বা পিতামহ/পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর/খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা/মাতা বা পিতামহ/ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
- ৪। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ (বার) কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত)।
- ৫। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র ৷
- ৬। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি ৷
- ৭। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- ৮। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
- ৯। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
- ১০। ভূমিহীন এবং ভাড়া বাসায়/সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন (উপজেলা নির্বাহী কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ/কাউন্সিলর) হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
- শর্ত প্রযোজ্য: সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।
হুঁশিয়ারি: বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেনসহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্তসহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে
0 Comments