বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। আবেদন করুন আজই।
(Bangladesh Bank Circular 2025)|বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।) ব্যাংকার্স সিলেকশন কমিটি’র তত্ত্বাবধানে ০৮ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত ৯৯৭ শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ ব্যাংক |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের দিন: | ০৯ জানুয়ারি ২০২৫ |
পদসংখ্যা ও জনবল: | মোট : ৯৯৭ টি |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদনের শুরু: | ০৯ জানুয়ারি ২০২৫ |
আবেদনের শেষ: | ২০ ফেব্রেয়ারি ২০২৫ রাত: ১১.৫৯ টা। |
Tracking page সংগ্রহের শেষ তারিখ: | ২৫ ফেব্রেয়ারি ২০২৫ রাত: ১১.৫৯ টা। |
অফিশিয়াল পোর্টাল: | বাংলাদেশ ব্যাংক |
Bangladesh Bank Job Circular 2025
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ এবং বিস্তারিত :-
১. পদের নাম: অফিস এ্যাসিষ্ট্যান্ট
Job Id Number: 1022১ (যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে)
পদ সংখ্যা: ১৯৯৭টি (সোনালী ব্যাংক পিএলসি এ ৫৪৬টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ১২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এ ০৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এ ২৭১টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এ ২৫টি, প্রবাসী কল্যাণ ব্যাংক এ ০৫টি, কর্মসংস্থান ব্যাংক এ ২৩টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এ ০১টি)
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬,০০০ – ১৬,৮০০- ১৭,৬৪০ – ৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা:
- ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে।
গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না ।
ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও 02/03/2010 তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ
১। এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব | প্রথম বিভাগ |
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব জিপিএ ২.০০ তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম | দ্বিতীয় বিভাগ |
২। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-
অর্জিত সিজিপিএ | অর্জিত সিজিপিএ | সমতুল্য শ্রেণি/বিভাগ |
---|---|---|
৪.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব | ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব | |
৩.০০ বা তদূর্ধ্ব | ৩.৭৫ বা তদূর্ধ্ব | প্রথম বিভাগ/শ্রেণি |
২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম | ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম | দ্বিতীয় বিভাগ/শ্রেণি |
- বয়স : প্রার্থীর বয়সসীমা ১৮/১১/২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
- আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ২০/০২/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।
- Payment Verify এবং Tracking Page সংগ্রহের এর শেষ তারিখ ও সময় : ২৫/০২/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা ।
আবেদন ফি : অফেরতযোগ্য টাকা ২০০/-(টাকা দুইশত মাত্র) ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন পদ্ধতি:-
ক. Online Registration : কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরত আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
খ. CV ID Number : বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীরা Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে (একজন প্রার্থীর বিপরীতে একের অধিক CV তৈরি করা যাবে না)।
গ. প্রার্থীর বিবরণ : প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।
ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানা : প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানা : প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানা : প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোন প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন ।
চ. ছবি (Photo) : ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600×600 pixel ও file size 100 KB এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং Informal ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
ছ. স্বাক্ষর (Signature) : নির্ধারিত স্থানে 300×80 pixel ও file size 60 KB এর বেশি নয় এরূপ মাপের (প্রার্থীর নিজের) স্বাক্ষর scan করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে ।জ. অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ : পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
ঝ. বিদেশি ডিগ্রিধারী প্রার্থী : প্রার্থী ‘O’ Level ও ‘A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
ঞ. প্রতিষ্ঠান পছন্দক্রম : Online আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে । চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন পদ্ধতি:-
- Application Fee Payment পদ্ধতি : ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রকেট’ এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতিতে “Bill Pay” অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
- এক্ষেত্রে রকেট অ্যাপ বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে।
- পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ {হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
- ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত পদ্ধতিতে পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে।
- অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
আবেদন ফির Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভুল JOB ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা Payment Verify না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না ।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে ।
আরো পড়তে পারেন –
বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে হয়েছিল?
বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এটি ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশের মাধ্যমে কার্যকর হয়।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কী?
বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি নির্ধারণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, টাকা মুদ্রণ, এবং রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পালন করে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহসান এইচ মনসুর।
0 Comments