চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর রাজস্ব খাতভূক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
(BD Job Today) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর রাজস্ব খাতভূক্ত নিন্মোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে ০৪ টি পদে ১০ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করা। চাকরির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০৪ টি পদে ১০ জন নিয়োগ |
আবেদন শুরু হওয়ার সময়: | ০৮ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ: | ০৯ ফেব্রুয়ারি ২০২৫ |
ফি জমাদানের শেষ সময়: | ১০ ফেব্রুয়ারি ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ |
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ:-
১. পদের নাম: বিশেষজ্ঞ (দন্ত)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) এম বি বি এস ডিগ্রীসহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/ ডিগ্রী/ফেলোশীপ থাকিতে হইবে (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
গ্রেড: ০৬।
বয়স: অনুর্ধ ৪৫ বৎসর।
বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা ।
২. পদের নাম: বিশেষজ্ঞ (চক্ষু)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) এম বি বি এস ডিগ্রীসহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/ ডিগ্রী/ফেলোশীপ থাকিতে হইবে (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
গ্রেড: ০৬।
বয়স: অনুর্ধ ৪৫ বৎসর।
বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা
৩. পদের নাম: রেডিওলজিষ্ট
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) এম বি বি এস ডিগ্রীসহ ১ বৎসরের ইন- সার্ভিস প্রশিক্ষণ থাকিতে হইবে। (খ) সার্জারী/ মেডিসিন/ গাইনোকোলজি /চক্ষু / ই এন টি/ রেডিওগ্রাফী/পেডিয়াট্রিক ইত্যাদি ক্ষেত্রে ১ বৎসরের অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।
গ্রেড: ০৯।
বয়স: অনুর্ধ ৩২ বৎসর।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: জুনিয়র স্টাফ নার্স
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) কমপক্ষে এস.এস.সি সহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিউপিলস নার্সিং এ ন্যূনপক্ষে ২ বৎসরের কোর্স সম্পন্নকারী হইতে হইবে।
গ্রেড: ১৫।
বয়স: অনুর্ধ ৩২ বৎসর।
বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৭৯০ টাকা
০৫/০১/২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে/মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন ফি:-
- আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এ অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
- অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।
- অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০X৩০০ রেজুলেশনে সর্ব্বোচ্চ ১০০ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০X৮০ রেজুলেশনে সর্ব্বোচ্চ ৬০ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে স্বাক্ষর আপলোড করতে হবে। অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর pay now অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইনে ফি জমা দিতে হবে।
- আবেদন ফি:-
০১, ০২ ও ০৩ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা।
০৪ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ১০০ (একশত) টাকা। - প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী জানানো হবে।
- প্রার্থীগণ ওয়েবসাইটে লগ-ইন করে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন।
- ডাকযোগে কোন প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।
- নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা প্রযোজ্য হবে।
0 Comments