চাকরির খবর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BIWTA New Circular 2025। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নিম্নবর্ণিত লস্কর এর ৭৩টি শূণ্য পদে সরকারের সর্বশেষ কোটা সংক্রান্ত প্ৰজ্ঞাপন ও বয়সসীমা সংক্রান্ত অধ্যাদেশ জারি করায় ইতোপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২/২০২২; তারিখ-০৩/০৪/২০২২ এ বর্ণিত লস্কর এর ৭৩টি শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ পুনঃদরখাস্ত আহবান করা হয়েছে। আবেদন করার বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলী নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইন |
পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদে ৭৩ জন নিয়োগ |
আবেদন শুরুর তারিখ: | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ |
আজকের চাকরির খবর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি) Bdjobs
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-এর পদের নাম ও শূন্যপদ:-
১। পদের নাম: লস্কর
পদ সংখ্যা: ৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিইপিটিসি হতে ০১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী।
গ্রেড: ১৯।
বয়সসীমা: ১৮ থেকে ২০ বছর।
বেতন: ৮,৫০০ – ২০,৫৭০/- টাকা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এর আবেদন জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলী:-
- (ক) ০১/০১/২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে, বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন/অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ;
- (খ) মহামান্য আদালতের আদেশ অনুযায়ী রীট পিটিশন নং-৭৭৩৯/২০১৮, রীট পিটিশন নং-৩৬০৯/২০১৯ এর বাদীগণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে Application Form-এ উল্লেখ করতে হবে।
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১(এক) সেট ফটোকপি জমা দিতে হবে:-
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ) ;
- সদ্য তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি। ০৬ (ছয়) মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নহে ;
- জাতীয় পরিচয় পত্র (NID/Smart Card) না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত: একটি অবশ্যই নিয়ে আসতে হবে ;
- চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করত) নাগরিকত্বের সনদ ;
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ;
- প্রার্থী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটাভুক্ত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত / প্রদর্শিত তালিকার যেকোন একটি প্রমাণক দাখিল করবেন। এক্ষেত্রে কোন প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ প্রযোজ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী-কে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ও স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে ;
- প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক / সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;;
- তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি ;
- প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি ;
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র :
- Online -এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ।
চাকুরীরত প্রার্থীগণ-কে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অনাপত্তি/অব্যাহতি পত্র দাখিল করতে হবে।
বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সনদ জমা দিতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত/নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবেনা।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত/নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিশেষ নির্দেশনাঃ–
ক) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ;
খ) অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার/সংশোধন করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোন কারণে নিয়োগের যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবী করতে পারবেন না বা দাবী করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না ;
গ) নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২/২০২২; তারিখ-০৩/০৪/২০22 এর ক্রমিক নং-২২ এ বর্ণিত ‘লস্কর’ পদে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষা এতদ্বারা বাতিল করা হলো ;
ঘ) নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২/২০২২; তারিখ-০৩/০৪/২০২২ এর ক্রমিক নং-২২ এ বর্ণিত ‘লস্কর’ পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
ঘোষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা (Declaration) অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ-
ক) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ;
খ) অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার/সংশোধন করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোন কারণে নিয়োগের যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবী করতে পারবেন না বা দাবী করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না ;
গ) নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২/২০২২; তারিখ-০৩/04/2022 এর ক্রমিক নং-২২ এ বর্ণিত ‘লস্কর’ পদে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষা এতদ্বারা বাতিল করা হলো ;
ঘ) নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২/2022; তারিখ-03/04/2022 এর ক্রমিক নং-২২ এ বর্ণিত ‘লস্কর’ পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী:-
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://biwta.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২০/০১/২০২৫খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৯/০২/২০২৫খ্রি. বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) সংক্রান্তঃ
Online-আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ
অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ বর্ণিত পদের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য ৫৬/-(ছাপান্ন) টাকা অনলাইনে Submit এর পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টায় মধ্যে জমা দিবেন ;
SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS: BIWTAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BIWTA ABCDEF
Reply: Applicant’s Name, TK-112 Will be charged as application Fee. Your PIN is 12345678, To
দ্বিতীয় SMS: BIWTAYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BIWTA YES 12345678
Reply: Congratulations Applicant’s Name. Payment Completed Successfully for BIWTA Application for ( Post Name) User Id is (ABCDEF) an password ( xxXXXXXXX)
0 Comments