চাকরির নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। Job Circular 2025 । বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড)-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ) এর শূন্য পদে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online -এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বর্ণিত পদসমূহের পার্শ্বে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বেতন কাঠামো উল্লেখ করা হয়েছে । নিয়োগের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় শর্তাবলি নিচে দেওয়া হলো। আবেদন করুন আজই।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
---|---|
চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ১৯ জানুয়ারি, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদে ২৪ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
Job Circular in BD (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি) Job Circular
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার
পদের সংখ্যা: ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) যেকোনো বিষয়ে এমবিএ বা মাস্টার্স ডিগ্রি, ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) অথবাখ) ব্যাচেলর (সম্মান) ডিগ্রি (৪ বছরের কোর্স) ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে)।গ) প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।ঘ) কম্পিউটার বিষয়ে দক্ষতা আবশ্যক।
বেতন ও স্কেল: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০/- (একচল্লিশ হাজার আটশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে।
আবেদনের শর্ত ও নির্দেশনাবলী:-
- Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ 28/01/202৫ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা হতে।
- স্মারক নং-২৭.১২.০০০০.130.51.00১,২৩,২৩৮২; তারিখ: ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি. অনুযায়ী গত ১৬/১১/২০২৩ খ্রিষ্টাব্দে ‘দৈনিক ইত্তেফাক’ এবং ‘Daily Industry’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথ ভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- ২৮/০১/২০২৫ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা, বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
- ১৮ বছর এর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
- উল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে Online-এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
- নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/প্রকল্প খাতে/পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
আবেদনের নিয়মাবলী/শর্তাবলী:
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://brebr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
- Application Form পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাগ তারকা চিহ্নিত) Field গুলো পূরণ করতে হবে।
- Application Form এ Color Photo এবং Signature Upload করার জন্য ৩০০x ৩০০ Pixel কালার ছবি যা ১০০ KB এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা ৩০০x ৮০ Pixel হতে হবে এবং কোনভাবেই ৬০ KB এর অধিক হবে না।
- সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।
- চূড়ান্তভাবে Submission করার পরে User ID (যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) সহ প্রার্থী একটি Applicant’s Copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপ্পান্ন) টাকা মাত্র Teletalk এর Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS : BREBHR USER ID SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।
Example : BREBHR 654789 SEND TO 16222
উক্ত SMS প্রাপ্তির পর Teletalk হতে প্রার্থীকে স্বাগত জানিয়ে একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে।
নির্দেশমতে প্রার্থী ২য় SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিবেন :
দ্বিতীয় SMS : BREBHR YES PIN SEND TO 16222
Example : BREBHR YES 12145214 SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এর বিশেষ নির্দেশনা:-
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
0 Comments