বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ -এর রাজস্বখাতভূক্ত ০৯ পদে ৩৮ জনকে নিয়োগ।
Job Circular Today বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর রাজস্বখাতভূক্ত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য ০৩ টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের দিন: | 2 ডিসেম্বর ২০২৪ |
পদসংখ্যা ও জনবল: | ৩ টি পদে মোট ৫২৫ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদন শুরু হওয়ার সময়: | ৮ ডিসেম্বর ২০২৪ |
আবেদনের শেষ সময়: | ২৯ ডিসেম্বর ২০২৪ |
অফিশিয়াল পোর্টাল: | বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ |
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ –
১. পদের নাম: টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১১০০০ – ২৬৫৯০/- টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: ইউডিএ
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, তৎসহ ১ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০২০০ – ২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)।
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্টহ্যাণ্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে
৪৫ ও ৭০ শব্দ এবং টাইপে বাংলায় ও ও ইংরেজীতে যথাক্রমে ২৩টি ও ২৮টি শব্দ লিখনের গতি।
বেতন স্কেল: ১০২০০ – ২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪ )।
আরো পড়ুন
স্বনির্ভর সমাজকল্যাণ সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ০৪ টি পদে ২১৬ জন নিয়োগ।
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২১ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজী টাইপে মিনিটে ৩৫ শব্দ গতিসম্পন্ন ও বাংলায় ২৫ শব্দ লিখনের গতি।
বেতন স্কেল: ৯৩০০ – ২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
৫. পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
বেতন স্কেল: ৯৩০০ – ২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)
ড্রাইভার পদে আবেদনকারীগণকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্স-এর Information দিতে হবে। অন্যথায়, ড্রাইভার পদে আবেদন বিবেচনা করা হবে না।
৬. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮২৫০ – ২০০১০/- টাকা (গ্রেড-২০)।
৭. পদের নাম: ল্যাব এটেনডেন্ট/পিপি এটেনডেন্ট/হেলপার
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮২৫০ – ২০০১০/- টাকা (গ্রেড-২০)।
আরো পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ ৩ ক্যাটাগরির পদে ৫২৫ জনকে নিয়োগ।
৮. পদের নাম: প্লাম্বিং হেলপার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮২৫০ – ২০০১০/- টাকা (গ্রেড-২০)।
৯. পদের নাম: মালি
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮২৫০ – ২০০১০/- টাকা (গ্রেড-২০)।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়:
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮.১২.২০২৪ খ্রিঃ, সকাল ১০:০০ টা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯.১২.২০২৪ খ্রিঃ, বিকাল ৫:০০ টা।
আবেদন ফি বাবদ ক্রমিক নং ১-৫ এ বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং Teletalk এর কমিশন ও VAT বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা ও ক্রমিক নং ৬-৯ এ বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং Teletalk এর কমিশন ও VAT বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে (বিসিএসআইআর-এর ওয়েব সাইটে প্রকাশিত নমুনা মোতাবেক) নির্দিষ্ট ফরমে অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
- নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ধরণের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভাতা প্রদান করা হবে না। একাধিক পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সময়সূচি বিসিএসআইআর-এর Website এ প্রকাশ করা হবে।
- কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- নিয়োগকৃতদের রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরহাটসহ বিসিএসআইআর, ঢাকা-এর বিভিন্ন গবেষণাগার/ইউনিটে পদায়ন করা হবে।
- কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করা এবং পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় :-
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :-
প্রথম SMS: BCSIR 24 User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BBAL3 ABCDEF
Reply: Applicant’s Name, TK-(Application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BBAL3YesPIN and send to 16222.
দ্বিতীয় BCSIR24YESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BCSIR24 YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BBAL3 Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে ।
আরো পড়তে পারেন –
বিসিএসআইআর কী?
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাংলাদেশের বৃহত্তম মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। এটি গবেষণা, উদ্ভাবন এবং শিল্প উন্নয়নের জন্য কাজ করে।
বিসিএসআইআর কোথায় অবস্থিত?
বিসিএসআইআর-এর প্রধান কার্যালয় ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত, যা সাইন্স ল্যাবরেটরি নামেও পরিচিত।
বিসিএসআইআর কী ধরনের সেবা প্রদান করে?
বিসিএসআইআর শিল্প গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ, নতুন পণ্য উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে কারিগরি সেবা প্রদান করে থাকে।
বিসিএসআইআর-এ কী ধরনের গবেষণা করা হয়?
এখানে মৌলিক ও প্রয়োগমুখী গবেষণা করা হয়। এর মধ্যে রয়েছে উন্নত চুলা, বায়োগ্যাস, সৌরবিদ্যুৎ, স্পিরুলিনা উৎপাদন, ফায়ার এস্টিংগুইশার তৈরি প্রভৃতি।
0 Comments