বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নোক্ত শূন্য পদসমূহে ৪৮ জনকে নিয়োগ।
(BD Job in Bangladesh) বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর নিম্নবর্ণিত ৪৮ শূন্য পদসমূহে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য ০৯ টি পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের পরিচিতি | বাংলাদেশ চা বোর্ড |
---|---|
চাকরির প্রকৃতি: | চলমান সরকারি চাকরির খবর |
প্রকাশের দিন: | ৩১ ডিসেম্বর ২০২৪ |
পদসংখ্যা ও জনবল: | ০৯ টি পদে মোট ৪৮ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদন শুরু হওয়ার সময়: | ০১ জানুয়ারি ২০২৫ |
আবেদনের শেষ সময়: | ২৩ জানুয়ারি ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | বাংলাদেশ চা বোর্ড |
বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ –
১. পদের নাম: সার্ভেয়ার পিডিইউ
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা । গ্রেড ১৪)।
২. পদের নাম: ভান্ডার রক্ষক (স্টোর কীপার)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মনিহারী দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা । গ্রেড ১৪)।
৩. পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: (স্নাতক ডিগ্রী অথবা ২য় বিভাগে উচচ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ -২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
আরো পড়ুন
Job Circular 2025। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ ১৪৭।
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাংলা ও ইংরেজী টাইপিং-এ যথাক্রমে ২০ ও ২০ গতিসম্পন্ন (প্রতি মিনিটে) হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ -২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. পদের নাম: গাড়ীচালক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী/মধ্যম/হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত। কোন সরকারী বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ -২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. পদের নাম: প্লাম্বার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারী কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ -২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী (এগারো)টি হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আরো পড়ুন
BTCL Job Circular 2025। Government Job Circular
৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী (গার্ড)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস হতে হবে। সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)।
৯. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)।
প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। ‘বিভাগীয় প্রার্থী’ অর্থ ঐ সকল কর্মচারী যাহারা একই লাইনের এবং একই প্রতিষ্ঠানের চাকরিতে অন্যূন ২ (দুই) বৎসর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য এবং যাহাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়সসীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমার মধ্যে। তবে ক্রমিক ৪, ৬, ৮ ও ৯ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত শর্তাবলি ও আবেদন পূরণ:-
- প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফরমে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদান করতে হবে।
- অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সংযুক্ত কোন কিছুই ফেরৎযোগ্য নয়।
- ০১। চাকরির আবেদন ফরমের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- (ক) চাকরি প্রার্থীর সদ্য তোলা ৪ (চার) কপি ৫x৫ সে. মি. সাইজের রঙ্গিন ছবি আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে)। তৎমধ্যে ১ কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট ৩ কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে।
- (খ) সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে ০১-০৬ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা, ০৭-০৯ নং ক্রমিকের পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা এবং সকল পদে অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।
- ০২। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে।
- ০৩। তবে যারা ইতোপূর্বে বাংলাদেশ চা বোর্ডের ১৭ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখের 26.09.0000.101.11.01924.381 নং নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২৮ আগস্ট ২০২৪ খ্রি. তারিখের ২৬,09.0000.01.11.019.24.886 নং পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন তাদের আবেদনসমূহ বিবেচনায় রয়েছে বিধায় তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১৮ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের গেজেটে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করায় এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
- ০৪। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ ডিসেম্বর ২০১০ খ্রি. তারিখের গেজেট অনুযায়ী ৪নং ক্রমিকের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বাংলা ও ইংরেজী টাইপিং-এ যথাক্রমে ২০ ও ২০ গতিসম্পন্ন (প্রতি মিনিটে) হতে হবে।
- ইতোপূর্বে প্রকাশিত বাংলাদেশ চা বোর্ডের ১৭ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখের ২৬.০৯.0000.105.11.019,24.381 নং নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২৮ আগস্ট ২০২৪ খ্রি. তারিখের 26.09.0000,101,11.019.24.886 নং পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
- ০৫। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
- ০৬। প্রাথমিকভাবে যাচাই-বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক (প্রযোজ্যক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। ০৮। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম এর নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটে এর মাধ্যমে জানা যাবে।
- ০৭। প্রার্থীদের বয়স ১৯/০৫/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর হতে হবে।
- ০৮। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর কপি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট এর কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র, কোটা সংক্রান্ত সনদপত্রের কপিসহ সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক জমা দিতে হবে।
- ০৯। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে।
- ১০। চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ ঠিকানায় আগামী ২৩/০১/২০২৫ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
- ১১। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণপূর্বক (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। কোন অগ্রিম কপি গৃহীত হবে না। সকল চাকুরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
- ১২। আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
- ১৩। এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- ১৪। বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
- ১৫। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ. প্রদান করা হবে না।
- ১৬। আবেদনকারীর নাম ও আবেদন পত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে ১০/- টাকার ডাকটিকেট সম্বলিত ১০” ×৪.৫” মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আরো পড়তে পারেন –
বাংলাদেশ চা বোর্ডের মূল কাজ কী?
বাংলাদেশ চা বোর্ডের মূল কাজ হলো দেশের চা উৎপাদন নিয়ন্ত্রণ, চা উৎপাদনের মান উন্নয়ন এবং চা শিল্পে উৎসাহমূলক নীতি প্রণয়ন করা।
বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল ২২ ফেব্রুয়ারি ১৯৫১ সালে।
বাংলাদেশ চা বোর্ডের সদরদপ্তর কোথায় অবস্থিত?
বর্তমান চেয়ারম্যান হলেন মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। তিনি ১৫ অক্টোবর ২০২৪ তারিখে চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
বর্তমান চেয়ারম্যান কে?
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক।
বাংলাদেশ চা বোর্ড কোন আইনের অধীনে পরিচালিত হয়?
বাংলাদেশ চা বোর্ড কোন আইনের অধীনে পরিচালিত হয়? বাংলাদেশ চা বোর্ড বর্তমানে চা আইন, ২০১৬ এর অধীনে পরিচালিত হয়।
0 Comments