PMK পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বিভিন্ন কোম্পানির চাকরির খবর ২০২৫। পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। পল্লী মঙ্গল (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী সংস্থা, উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নবর্ণিত ০৩ টি পদে ১৬ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করা। চাকরির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | পল্লী মঙ্গল |
---|---|
চাকরির প্রকৃতি: | বেসরকারি চাকরির খবর |
আবেদনের পদ্ধতি: | অফলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০৩ টি পদে ১৬ জন নিয়োগ |
আবেদন শুরু হওয়ার সময়: | ০২ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ: | ১৬ জানুয়ারি ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | পল্লী মঙ্গল |
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১. পদের নাম: উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স)
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
অভিজ্ঞতা ও বয়স: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম ৪০টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর (৩১.১২.২০২৪ তারিখে)।
বেতন স্কেল: অস্থায়ীকালে ৯০,০০০/- টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ১,০৩,৯২০/- টাকা (পিএফসহ) এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে।
২. পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
অভিজ্ঞতা ও বয়স: জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম ২০টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর (৩১.১২.২০২৪ তারিখে)।
বেতন স্কেল: অস্থায়ীকালে ৬৫,০০০/- টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৭৭, ২৮০/- টাকা (পিএফসহ) এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে।
৩. পদের নাম: ডকুমেন্টেশন / পাবলিকেশন
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা/গণযোগাযোগ বিষয়ে যেকোন অনুমোদিত পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর। বেতন আলোচনা সাপেক্ষে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
অভিজ্ঞতা ও বয়স: প্রকল্প প্রস্তাবনা, ব্রুশিয়র/লিফলেট, বার্ষিক প্রতিবেদন, নীতিমালা তৈরী/সংশোধন/সংযোজন/বিয়োজন, প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাকরণ, মনিটরিং এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণে সক্ষমতাসহ কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজীতে অনর্গল কথা বলা ও লেখায় পারদর্শি হতে হবে। এছাড়া কম্পিউটার পরিচালনা এবং ই-মেইল আদান-প্রদানে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর (৩১.১২.২০২৪ তারিখে)।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদন নিয়মাবলি:-
- আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র বরাবর প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই শিরোনামে আগামী ১৬.০১.২০২৫ তারিখের মধ্যে ডাকযোগ/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নাম্বার, নিজস্ব ই-মেইল নাম্বার এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
0 Comments