জব সার্কুলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
CU Job Circular 2025। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আই.ই.আর) এর আওতাভুক্ত ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অঙ্গীভূত স্কুল/স্কুল ও কলেজ পরিচালনা নীতিমালা ২০২৩ অনুযায়ী স্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত ফরমের মাধ্যমে বাংলাদেশী যোগ্য নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচিতি | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) |
---|---|
চাকরির খবর: | বেসরকারি চাকরির খবর |
প্রকাশের তারিখ: | ০৯ মার্চ, ২০২৫ |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে/ডাকযোগে |
পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন |
আবেদন শেষ সময়: | ০৯ মার্চ, ২০২৫ |
আবেদন শেষ সময়: | ২৩ এপ্রিল, ২০২৫ |
অফিসিয়াল প্রোটাল: | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) |
বেসরকারি চাকরির খবর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়োগ ২০২৫) Job Circular
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
পদের বিবরণ:-
উচ্চ মাধ্যমিক শাখা
অধ্যক্ষ: ১টি স্থায়ী পদ, ৫ম গ্রেড।
প্রভাষক (পৌরনীতি): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (গণিত): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (পদার্থবিদ্যা): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (ব্যবস্থাপনা): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (অর্থনীতি): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (মনোবিজ্ঞান): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (প্রাণিবিদ্যা): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (রসায়ন): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (পরিসংখ্যান): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি): ১টি স্থায়ী পদ, ৯ম গ্রেড।
মাধ্যমিক শাখা
সহকারী প্রধান শিক্ষক (গণিতসহ বিজ্ঞান): ১টি স্থায়ী পদ, ৮ম গ্রেড।
সহকারী শিক্ষক (বাংলা): ২টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (জীববিজ্ঞান): ১টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (রসায়ন): ১টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (পদার্থবিদ্যা): ১টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান): ৪টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (ইংরেজি): ২টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (আই.সি.টি): ২টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্ম): ৩টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা): ১টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা): ১টি স্থায়ী পদ, ১০ম গ্রেড।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়োগ এর আবেদনের শর্তাবলী:-
১। প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd/notice-board) থেকে নিয়োগের শর্তাবলী এবং আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
২। আবেদন ফি হিসেবে ৫০০/- (পাঁচশত) টাকা প্রদান করতে হবে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক বা জনতা ব্যাংক থেকে ড্রাফট/পে-অর্ডার আকারে প্রদান করতে হবে।
৩। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ৮টি সেট জমা দিতে হবে।
৪। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে:
সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে ৩টি)।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।
অভিজ্ঞতার সনদপত্র (যদি প্রযোজ্য হয়)।
নাগরিকত্ব সনদপত্র।
৫। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৫।
অফিস চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে বেলা ৩.৩০টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়োগ এর গুরুত্বপূর্ণ তথ্য:-
পূর্বে যারা এই বিজ্ঞাপনের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
দাখিলকৃত ড্রাফট/পে-অর্ডার ও কাগজপত্র ফেরতযোগ্য নয়।
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য প্রদানকারীর আবেদন গ্রহণযোগ্য হবে না।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম যোগাযোগঃ ০২৩৩৪৪৬০৭৬৫-৭৪, ৭৪৯-৯১ এক্স-৪২০১
0 Comments