বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি।
(BD Jobs)। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য ০৭ টি পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের পরিচিতি | শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র |
---|---|
চাকরির প্রকৃতি: | চলমান সরকারি চাকরির খবর |
প্রকাশের দিন: | ১৫ জানুয়ারি ২০২৪ |
পদসংখ্যা ও জনবল: | ০৫ টি পদে মোট ০৯ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদনের শেষ সময়: | ১৯ জানুয়ারি ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র |
শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ –
১. পদের নাম: পরিকল্পনা কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; (খ) সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আরডিপি প্রণয়ন, প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে (তিন) বৎসরের অভিজ্ঞতা।
গ্রেড: ০৯।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ।
২. পদের নাম: এন্টিমেটর
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা।
গ্রেড: ১১।
বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা ।
৩. পদের নাম: বার্তাবাহক (মেসেঞ্জার)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল/বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা ।
আরো পড়ুন:- Job Circular 2025। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ ১৪৭।
৪. পদের নাম: সহকারী গুদাম রক্ষক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা ।
৫. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ৩৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল (ভোকেশনাল) সার্টিফিকেট বা Technical Training Certificate (TTC) পরীক্ষায় উত্তীর্ণ। (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা ।
আরো পড়ুন:- BTCL Job Circular 2025। Government Job Circular
৬. পদের নাম: জুনিয়র ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল (ভোকেশনাল) সার্টিফিকেট বা Technical Training Certificate (TTC) পরীক্ষায় উত্তীর্ণ। (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা ।
৭. পদের নাম:পাম্প ড্রাইভার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল (ভোকেশনাল) সার্টিফিকেট বা Technical Training Certificate (TTC) পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ১৮।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা ।
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন ফি:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১ নং ক্রমিকের জন্য:- ৬০০/- (ছয়শত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৬৯/- (উনসত্তর) টাকা অর্থাৎ ৬৬৯ (ছয়শত উনসত্তর) টাকা (অফেরতযোগ্য), ২ নং ক্রমিকের জন্য:- ৩০০/- (তিনশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৩৫/- (পঁয়ত্রিশ) টাকা অর্থাৎ ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ) টাকা (অফেরতযোগ্য), ৩-৬ নং ক্রমিকের জন্য:- ২০০/- (দুইশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ২৩/- (তেইশ) টাকা অর্থাৎ ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরতযোগ্য) এবং ৭ নং ক্রমিকের জন্য:- ১০০/- (একশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/- (বার) টাকা অর্থাৎ ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর যথার্থতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
বয়সসীমা: দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে (১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) প্রার্থীর বয়সসীমা ১৮ নভেম্বর ২০২৪ তারিখের জারিকৃত অধ্যাদেশ নং১১, ২০২৪ মোতাবেক ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়:-
আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮/০১/২০১৫ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৮/০১/2025 খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এর আবেদনের সাধারণ শর্তাবলীঃ
- যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের মেয়াদ দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
- বিটাক-এর ওয়েবসাইট এ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাদি প্রকাশ করা হবে।
- ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।
- জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
- আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
- অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
মৌখিক পরীক্ষার সময়:-
- মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটাসহ বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করা হবে।
- অনলাইন-এ পূরণকৃত কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।
- আবেদনকারীগণকে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবল :-
- Online এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গীন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
- Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
- প্রথম SMS: Example: Reply: দ্বিতীয় SMS: BITAC YES PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: Reply: Congratulations Applicant’s Name. payment completed successfully for BITAC Application for XXXXXXXXXXXXX user ID is (ABCDEF) and Password (XXXXXXXXXXXXXXX).
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:-
প্রথম SMS: BITAC User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BITAC ABCDEF
Reply: Applicant’s Name. Tk. 667 / 556 / 334/223 will be charged as application fee. Your PIN is xxxxxxxxx. To pay fee Type BITAC YES PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BITAC YES PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BITAC YES 12345678
Reply: Congratulations Applicant’s Name. payment completed successfully for BITAC Application for XXXXXXXXXXXXX user ID is (ABCDEF) and Password (XXXXXXXXXXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
বিটাক এর ওয়েবসাইট এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online এ আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS গড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এর বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে:-
আরো পড়তে পারেন –
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC) কী কাজ করে?
BITAC একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা শিল্প উৎপাদনের উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান সরবরাহ, এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তা করার জন্য কাজ করে। এটি গবেষণার মাধ্যমে শিল্পখাতে প্রযুক্তিগত উন্নয়নের পথ খোঁজে।
BITAC কবে প্রতিষ্ঠিত হয় এবং এর ইতিহাস কী?
BITAC-এর উৎপত্তি পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সেন্টার থেকে, যা ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর, এটি ১৯৭২ সালে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে পরিবর্তিত হয়।
0 Comments