বেসরকারি চাকরির খবর টিএমএসএস এনজিও নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২৯০০ পদে । TMSS NGO Job Circular 2025। টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার Health Education & Microfinance Grand Sector-এর এখতিয়ার পরিচালিত এইচইএম-অপারেশন ডোমেইনে ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোন শাখায় কাজ করার মানসিকতাসম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে নিম্নবর্ণিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন আহবান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের পরিচিতি | টিএমএসএস এনজিও |
---|---|
চাকরির প্রকৃতি: | এনজিও চাকরির খবর |
প্রকাশের দিন: | ১৩ মে, ২০২৫ |
পদসংখ্যা ও জনবল: | ০৬ টি পদ ২৯০০ জন |
আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার/সরাসরি |
আবেদনের শুরু: | ১৩ মে, ২০২৫ |
আবেদনের শেষ সময়: | ১৫ জুন, ২০২৫ |
অফিশিয়াল পোর্টাল: | টিএমএসএস এনজিও |
চাকররি খবর (টিএমএসএস এনজিও কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) NGO Circular 2025
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ :-
১। পদের নাম: শাখা ব্যবস্থাপক SR- TMSS
পদ সংখ্যা: ২০০ টি।
যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তরসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং MRA লাইসেন্সভূক্ত যেকোন MFI এর শাখা প্রধানের দায়িত্ব পালনে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: ১৮-৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
কর্মস্থল: বাংলাদেশের টিএমএসএস এর যে কোন শাখা।
বেতন-ভাতা: ২৫,০০০ – ৪১,১৭৫/- টাকা।
২। পদের নাম: শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর SR- TMSS
পদ সংখ্যা: ৫০০ টি।
যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তরসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: ১৮-৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
কর্মস্থল: বাংলাদেশের টিএমএসএস এর যে কোন শাখা।
বেতন-ভাতা: ২০,০০০ – ৩২,৮৮০/- টাকা।
৩। পদের নাম: ফিল্ড সুপারভাইজার SR-TMSS
পদ সংখ্যা: ১৫০০ টি।
যোগ্যতা: স্নাতক/সমমান। স্নাতকোত্তরসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
বয়স: ১৮-৩৫ বছর। মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের টিএমএসএস এর যে কোন শাখা।
বেতন-ভাতা: ১৫,০০০ – ৩২,৪৪৫/- টাকা।
৪। পদের নাম: সহকারী ফিল্ড সুপারভাইজার SR-TMSS
পদ সংখ্যা: ৫০০ টি।
যোগ্যতা: এইচএসসি/ সমমান।
বয়স: ১৮-৩৫ বছর। মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের টিএমএসএস এর যে কোন শাখা।
বেতন-ভাতা: ১৩,০০০ – ২৭৮১০/- টাকা।
৫। পদের নাম: বিনিয়োগ কৰ্মী (ইসলামী শাখাসমূহের জন্য) SR-TMSS
পদ সংখ্যা: ২০০ জন।
যোগ্যতা :স্নাতক / ফাজিল / স্নাতকোত্তর/ কামিল। স্নাতকোত্তর/ কামিলসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞানসহ ইসলামী আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে।
বয়স: ১৮-৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশের টিএমএসএস এর যে কোন শাখা।
বেতন-ভাতা: ১৫,০০০ – ৩২,৪৪৫/- টাকা।
টিএমএসএস এনজিও কার্যালয় নিয়োগ এর শর্তাবলী:-
বি: দ্র: অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগ পত্র/ অভিজ্ঞতার প্রমানপত্র/ সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবে। উল্লিখিত পদে PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে স্বস্ব পদে ০২ বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে।
১। অভিজ্ঞতার প্রমাণপত্র সংযুক্তি:- আবেদন করার সময় প্রার্থীকে নিয়োগপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র অথবা সর্বশেষ মাসের বেতনশীট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
২। ডিপ্লোমা কোর্স অগ্রাধিকার:- সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদী “ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স” সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩। আবেদনকারীর যোগ্যতা:- বাংলাদেশের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছর বা তার অধিক অভিজ্ঞ প্রার্থীদের বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে।
টিএমএসএস এনজিও কার্যালয় নিয়োগ এর আবেদন জমাদানের প্রক্রিয়া:-
১। প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে:
- সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
- সক্রিয় মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত।
২। আবেদনপত্র “পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন)” বরাবর খামের উপর পদের নাম স্পষ্ট উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন ১৫/০৬/২০১৫ এর মধ্যে নিম্নোক্ত ঠিকানাসমূহে সরাসরি, ডাক/কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে:
- টিএমএসএস প্রধান কার্যালয়: টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
- অন্য অফিস স্থানসমূহ:–
- টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া সদর, বগুড়া-৫৮০০।
- টিএমএসএস ডোমেইন অফিসের অন্যান্য ঠিকানাসমূহ যেমন রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল প্রভৃতি।
৩। টিএমএসএস এনজিও পরীক্ষার ফি প্রদানের নিয়ম:-
- সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমাদানের রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
- টিএমএসএস অফিস থেকে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে মানি রশিদ সংগ্রহ করা যাবে।
- অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে “টিএমএসএস” শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি বা সোনালী ব্যাংক পিএলসি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রশিদ শুক্রধান করতে হবে।
৪। চাকরিজীবীদের মূল্যায়ন ও সুবিধা:-
- প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
- স্থায়ী নিয়োগ প্রাপ্তদের তিনটি উৎসব ভাতা, সিটি ভাতা, জ্বালানী বিল, মোবাইল বিলসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- ক্রেডিট এবং লোড অ্যালাউন্স, পারফরম্যান্স বোনাসও অন্তর্ভুক্ত থাকবে
- ৫ বছর কর্মকাল সমাপ্তির পর একটি, ১০ বছরে দুটি, ১৫ বছরে তিনটি এবং ২০ বছরে চারটি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।
৫। পরীক্ষার তারিখ:- নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরে SMS বা ফোন কলের মাধ্যমে জানানো হবে।
৬। বিধি মোতাবেক তথ্য প্রদান:- ইতিপূর্বে যেসব প্রার্থী টিএমএসএস থেকে চাকরি ছেড়েছেন তাঁদের কর্ম অভিজ্ঞতা উল্লেখ করা বাধ্যতামূলক।
৭। অগ্রহণযোগ্যতা:- টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন গ্রহণযোগ্য নয়।
৮। ব্যবধানের সতর্কতা:- টিএমএসএস শুধুমাত্র নিজের অফিসের মাধ্যমে লেনদেন করে। প্রতারকদের আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকুন।
৯। জামানতের প্রয়োজনীয়তা:- নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নির্ধারিত পরিমাণ ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে।
১০। কর্তৃপক্ষের অধিকার:- কর্তৃপক্ষ আবেদন গ্রহণ না করার অধিকার সংরক্ষণ করে এবং সংশ্লিষ্ট সকল প্রার্থীকে এই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানানো হলো।
0 Comments