(TMSS) টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। টিএমএসএস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টারের (টিডিএসসি) অধীনে ইলেকট্রনিক্স শো-রুম এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত ০২ টি পদে ৪০ জন জনবল নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের পরিচিতি | টিএমএসএস |
---|---|
চাকরির প্রকৃতি: | বেসরকারি চাকরির খবর |
আবেদনের পদ্ধতি: | অফলাইনে আবেদন |
পদসংখ্যা ও জনবল: | ০২ টি পদে ৪০ জন নিয়োগ |
আবেদন শেষ সময়: | ৩০ জানুয়ারি ২০২৫ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)। |
অফিসিয়াল প্রোটাল: | টিএমএসএস |
চাকরির খবর ২০২৫ টিএমএসএস NGO Job Circular 2025
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদের নাম ও শূন্যপদ:-
১. পদের নাম: হিসাব কর্মকর্তা (পুরুষ)
পদের সংখ্যা: ১০ জন।
কর্মস্থল: রাজশাহী ও রংপুর বিভাগের কার্য এলাকা।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। কম্পিউটার (MS Word, Excel, PowerPoint) এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন ও ভাতা: TMSS-এর ১৫তম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে ১৩,৬০০/- টাকা। ৩টি উৎসব ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল, এবং কর্মক্ষমতার ভিত্তিতে মাসিক/ত্রৈমাসিক/বাৎসরিক ইনসেন্টিভ (মূল বেতনের ৩০% পর্যন্ত)।
২. পদের নাম: হিসাব কর্মকর্তা (পুরুষ)
পদের সংখ্যা: ৩০ জন।
কর্মস্থল: রাজশাহী ও রংপুর বিভাগের কার্য এলাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। তবে, মার্কেটিং কাজে অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যন্ত গ্রহণযোগ্য।নিজস্ব মোটরসাইকেল এবং কম্পিউটার ব্যবহারে (MS Word, Excel, PowerPoint) দক্ষদের অগ্রাধিকার।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন ও ভাতা: TTMSS-এর ১৩তম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে ১৫,৮০০/- টাকা। ৩টি উৎসব ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল, এবং কর্মক্ষমতার ভিত্তিতে ইনসেন্টিভ (মূল বেতনের ৩০% পর্যন্ত)।
চাকরির খবর টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি এর শর্তাবলী:-
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ই-মেইল এ্যাড্রেসসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নিম্নে বর্ণিত যে কোন একটি ঠিকানায় ৩০/০১/২০২৫ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পৌঁছাতে হবে।
- (i) টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া-৫৮০০।
- (ii) টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার (টিডিএসসি), টিএমএসএস মার্কেট, নামুজা রোড, নুনগোলা, বগুড়া
- (iii) টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার (টিডিএসসি), জে কে কলেজ গেট, দুপচাঁচিয়া, বগুড়া সার্ভিস সেন্টার (টিডিএ
- (iv) টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার (টিডিএসসি), খেজুরতলা, পুরাতন বাস স্ট্যান্ড, শেরপুর, বগুড়া।
- (v) টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার (টিডিএসসি), জেলা পরিষদ মার্কেট, পাঁচবিবি রোড, জয়পুরহাট।
- (vi) টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার (টিডিএসসি), ডিবি রোড, পলাশপাড়া, গাইবান্ধা।
- (vii) টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার (টিডিএসসি), আর. কে রোড, গনেশপুর, রংপুর।
২। সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে।
৩। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে। ৪। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৫। ইতিহপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না।
৬। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
0 Comments