বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ ৩ ক্যাটাগরির পদে ৫২৫ জনকে নিয়োগ।
Bdjobs Bangladesh বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য ০৩ টি পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের পরিচিতি | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড |
---|---|
চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
প্রকাশের দিন: | 2 ডিসেম্বর ২০২৪ |
পদসংখ্যা ও জনবল: | ৩ টি পদে মোট ৫২৫ জন |
আবেদনের পদ্ধতি: | অনলাইনে আবেদন |
আবেদন শুরু হওয়ার সময়: | ৪ ডিসেম্বর ২০২৪ |
আবেদনের শেষ সময়: | ১৮ ডিসেম্বর ২০২৪ |
অফিশিয়াল পোর্টাল: | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ –
১. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ৩৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ১) স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
২) কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
ক) মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। খ) ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।
৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০/ – ৩০,২৩০/- টাকা। (বেতন বিভাগ- ৩(২) প্রশাসন)।
বয়স: ০৪-১২-২০২৪ খ্রিঃ তারিখে অনুর্দ্ধ ৩২ বছর।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩,২৯.০০০.২৩/৯৪ তারিখ: ১৭-০৪-২০২৩ খ্রি: এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল (রোল নং ১৮০২৭৩৬০ থেকে ১৮০৩০৮৫৯ পর্যন্ত) সে সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
২. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ১) স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
২) কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
ক) মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। খ) ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।
৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১২,৫০০/—৩০,২৩০/- টাকা। (বেতন বিভাগ- ৩(২) প্রশাসন)।
বয়স: ০৪-১২-২০২৪ খ্রিঃ তারিখে অনুর্দ্ধ ৩২ বছর।
আরো পড়ুন
পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ, পদ ৪৮১। Job Circular 2024
আরো পড়ুন
প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
৩. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ৪৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ১) বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
২) কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয় ।
বেতন স্কেল: ১২,৫০০/—৩০,২৩০/- টাকা। (বেতন বিভাগ- ৩(২) প্রশাসন)।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়:
- i. Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৪-১২-২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
- ii. Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৮-১২-২০২৪, বিকাল: ০৫:০০ ঘটিকা।
১ থেকে ৩ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫/-(তিনশত পঁয়ত্রিশ টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
- সকল পদে বয়সসীমা ০৪-১২-২০২৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ (তিন) বছর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে ।
- নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে www.biman.gov.bd এবং www.biman-airlines.com প্রকাশ করা হবে।
- বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়-সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন।
- প্রার্থী নির্বাচনে সরকারি বিধি-বিধান অনুসরন করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় :-
- Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- Online আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online-এ পূরনকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :-
প্রথম SMS: BBAL3User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example: BBAL3 ABCDEF
Reply: Applicant’s Name, TK-(Application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BBAL3YesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: BBAL3YesPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে
Example: BBAL3 YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BBAL3 Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
- শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
- i. User ID জানা থাকলে BBAL3HelpUserUser ID & send to 16222. Example: BBAL3 Help User ABCDEF & send to 16222
- ii. PIN Number জানা থাকলে BBAL3HelpPINPIN No & send to 16222. Example: BBAL3 Help PIN 12345678 & send to 16222
- Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে ।
আরো পড়তে পারেন –
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাকাল কবে?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৭২ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে একই বছরের ৪ ফেব্রুয়ারি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে কতটি উড়োজাহাজ রয়েছে?
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২১টি উড়োজাহাজ রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন কোন দেশে ফ্লাইট পরিচালনা করে?
বিমান বর্তমানে ১৬টি দেশে ফ্লাইট পরিচালনা করে এবং বিশ্বের প্রায় ৭০টি দেশের সাথে বিমান সেবা চুক্তি রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত যাত্রী প্রোগ্রামের নাম কী?
বিমানের নিয়মিত যাত্রী প্রোগ্রামের নাম হলো “বিমান লয়ালিটি ক্লাব”।
বিএসটিআই-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
বিএসটিআই-এর প্রধান কার্যালয় ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এছাড়া দেশের ৬টি বিভাগীয় শহরে তাদের আঞ্চলিক কার্যালয় রয়েছে।
বিমানের প্রধান কার্যক্রম কোন কোন বিমানবন্দর থেকে পরিচালিত হয়?
বিমানের প্রধান কার্যক্রম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হয়। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কার্যক্রম পরিচালিত হয়।
0 Comments